১. AC ও DC কারেন্ট এর মধ্যে পার্থক্য ।



          AC  DC কারেন্ট এর মধ্যে পার্থক্য 


                   AC কারেন্ট
                      DC কারেন্ট
. AC কারেন্টি পূর্ন রূপ হল Alternating
    Current .
. DC কারেন্ট এর পূর্ন রূপ হল Directed
    current .
. সময় পরিবর্তনের সাথে সাথে Alternating
    Current এর দিক মান পরিবর্তন হয়
. সময় পরিবর্তনের সাথে সাথে Directed current এর দিক মান পরিবর্তন হয় না
Alternating Current উপন্ন হওয়ার পর
    থেকে প্রবাহীত হতে থাকে
. Directed current সর্বদা স্থীর থাকে
Alternating Current এক স্থানে জমা করে
    রাখা যায় না
. Directed current জমা করিয়া রাখা যায়
Alternating Current আমরা স্পর্শ করতে
    পারি না শর্ক করে
. Directed current আমরা স্পর্শ করতে পারি শর্ক করেনা
Alternating Current দ্ধারা আমরা  রেডিও,  
    টেলিভিশন বেতারযন্ত্রে সরাসরি ব্যবহার
    করতে পারি না
.  Directed current আমরা রেডিও, টেলিভিশন বেতারযন্ত্রে সরাসরি ব্যবহার  
 করতে পারি
Alternating Current এর ভোল্টেজ উপর
   নিচ হয়, কোন ভোল্টেজে স্থীর থাকে না
. Directed current এর ভোল্টেজ পরিবর্তন   
    হয় না
Alternating Current ফ্রীজ, এয়ার
    কন্ডিশনার, মাইক্রো ওভেন ইত্যাদিতে সরাসরি
    ব্যবহার করতে পারি
. Directed current  ফ্রীজ, এয়ার কন্ডিশনার ,মাইক্রো ওভেন ইত্যাদিতে সরাসরি ব্যবহার করতে পারি


Comments

Popular posts from this blog

১৭. অনু ও পরমানু বলতে কি বুঝ ? পরমানু ভাঙ্গলে কি কি পাওয়া যায় ? পরমানুর গঠন প্রনালী অনু ও পরমানুর পার্থক্য ।

৫. ওয়াই-ফাই(Wi-Fi) কি ? সুবিধা ও অসুবিধা ।

৮. মাইক্রোওয়েভ (Microwave) প্রকারভেদ ও স্যাটেলাইট মাইক্রোওয়েভ