১. AC ও DC কারেন্ট এর মধ্যে পার্থক্য ।
AC ও DC কারেন্ট এর মধ্যে পার্থক্য ।
AC কারেন্ট ।
|
DC কারেন্ট ।
|
১.
AC কারেন্টি পূর্ন রূপ হল Alternating
Current .
|
১.
DC কারেন্ট এর পূর্ন রূপ হল Directed
current .
|
২.
সময় পরিবর্তনের সাথে সাথে
Current এর দিক ও মান
পরিবর্তন হয় ।
|
২.
সময় পরিবর্তনের সাথে সাথে Directed current এর দিক ও মান
পরিবর্তন হয় না
।
|
৩. Alternating Current উপন্ন হওয়ার পর
থেকে প্রবাহীত হতে থাকে ।
|
৩.
Directed current সর্বদা স্থীর থাকে ।
|
৪. Alternating Current এক স্থানে জমা করে
রাখা যায় না ।
|
৪.
Directed current জমা করিয়া রাখা যায় ।
|
৫. Alternating Current আমরা স্পর্শ করতে
পারি না শর্ক
করে ।
|
৫.
Directed current আমরা স্পর্শ করতে পারি শর্ক করেনা।
|
৬. Alternating Current দ্ধারা আমরা রেডিও,
টেলিভিশন ও বেতারযন্ত্রে সরাসরি ব্যবহার
করতে পারি না ।
|
৬.
Directed current আমরা রেডিও, টেলিভিশন ও বেতারযন্ত্রে সরাসরি ব্যবহার
করতে পারি ।
|
৭. Alternating Current এর ভোল্টেজ উপর
নিচ হয়, কোন
ভোল্টেজে স্থীর থাকে না ।
|
৭.
Directed current এর ভোল্টেজ পরিবর্তন
হয় না ।
|
৮. Alternating Current ফ্রীজ,
এয়ার
কন্ডিশনার, মাইক্রো
ওভেন ইত্যাদিতে সরাসরি
ব্যবহার করতে
পারি ।
|
৮. Directed current ফ্রীজ, এয়ার
কন্ডিশনার ,মাইক্রো ওভেন
ইত্যাদিতে সরাসরি ব্যবহার করতে পারি ।
|

Comments