২. What is computer ? কম্পিউটার কি । Hardware, Software & System ।
- Computer: কম্পিউটার ইংরেজী শব্দ যার অর্থ হল গণনা যন্ত্র । আবার ল্যাটিন শব্দ Compute থেকে Computer শব্দটির উৎপত্তি যার অর্থ হল গণনাকারী যন্ত্র । পূর্বে কম্পিউটার দিয়ে শুধু হিসাব নিকাশ এর কাজ করা হত ।
- Hardware: কম্পিউটারের যে সকল অংশ দৃশ্যত ছোয়া যায় এবং যার কাঠামো আছে তাকেই হার্ডওয়্যার বলে। কম্পিউটারের হার্ডওয়্যার সমূহকে দুই ভাগে ভাগ করা হয়েছে ।
১. Input Device: কী-বোর্ড, মাউস, স্ক্যানার, জয়স্টিক ।
২. Output Device: মনিউটর, স্পিকার, প্রিন্টার, প্লটার ইত্যাদী ।
- Software: একগুচ্ছ Computer প্রোগ্রাম এর কর্মপদ্ধতী ও ব্যবহার বিধিকে বুঝাই ।যাহা দেখা যাই কিন্তু স্পর্শ করা যায় না তাকেই কম্পিউটার সফটওয়্যার বলে। সফটওয়্যার হল কিছু প্রোগ্রামের কালেকশন যা কম্পিউটার বা কোন ইলেক্টনিক্স কে নির্দেশ করে কি করতে হবে এবং কিভাবে করতে হবে । Software সাধারণত তিন প্রকার ।
১.
System Software .
২.
Application Software .
৩. Programming Software .
১. System Software: কম্পিউটার এর সকল হার্ডওয়্যারকে একত্রিত করে কাজের উপযোগী করে Application Software ও Programming Software চালানোর জন্য প্লাটফর্ম তৈরী করতঃ বিভিন্ন প্রোগ্রাম ও হার্ডওয়্যার এর মধ্যে সমন্বয় সাধন করে ।কয়েকটি উল্লেহযোগ্য System Software এর নাম নিম্নে দেওয়া হল ।
১. Windows-7,8,8.1,10
২. Windows- XP
৩. Mac-OS
৪. Linux
৫. Unix ও Android, Java, Symbian ।



Comments