৩. Submarine cable সাব-মেরিন ক্যাবল কি ।
সাব-মেরিন ক্যবলঃ
যে ক্যাবল বা তার এর মাধ্যমে মহাকাশ স্যাটেলাইট যোগাযোগের বিকল্প হিসেবে সাগরতল দিয়ে একদেশ থেকে অন্য দেশ কিংবা এক মহাদেশ থেকে অন্য মহাদেশে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে তাকে সাবমেরিন ক্যাবল বলে । মূলত সাগরতল বা সাবমেরিন থেকেই এই ক্যাবলটির নামকরণ হয়েছে সাবমেরিন ক্যাবল ।
১৮৫৩ সালে সর্বপ্রথম ফরাসী সরকার এই ধরনের ক্যাবল স্থাপন করেন যার মাধ্যমে ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যেকার ইংলিশ চ্যানেলের তল দিয়ে দুই দেশের টেলিগ্রাফ সংযোগ করা হয়েছিল, ঐসময় কপার এর তার ব্যবহৃত হত।
বর্তমানে সাবমেরিন ক্যাবল ব্যবস্থায় আমরা অপটিক্যাল ফাইবার বা আলোক তন্তুর বহুল ব্যবহার দেখতে পাই যা অত্যন্ত দ্রুতগতির ইন্টারনেট, টেলিযোগাযোগ, বিপুল পরিমান অডিও বা ভিডিওর তথ্য বিনিময় সম্ভব ।

Comments