২২. ক্যাপাসিটর এবং রিলে কি ? ইহার কার্যপনালী বর্ণনা কর ।


            ক্যাপাসিটর এবং রিলে কি ? ইহার কার্যপনালী বর্ণনা কর ।
দুটি পরিবাহী পাতকে কোন অপরিবাহী পদার্থ দ্বারা পৃথক করা হয় যা বিদ্যুতীক চার্জ ধারন করতে সক্ষম তাকে ক্যাপাসিটর বলে ।সার্কিটে ক্যাপাসিটরকে c অক্ষর দ্বারা প্রকাশ করা হয়
যখন একটি ধাতব পাতকে অপর একটি ধাতব পাত থেকে সামান্য দূরে রাখা হয় এবং যাতে একটি পাত অপর আরেকটি পাতকে স্পর্শ করতে না পারে উভয় পাতের মধ্যের জায়গাটি বায়ু, কয়লা, তৈল, কাগজ, গ্লাস ইত্যাদী ডাই-ইলেকট্রিক পদার্থ দ্বারা পূরণ করা হয় যা বৈদ্যুতীক চার্জ ধারন করতে সক্ষম তাকে ক্যাপাসিটর বলে

ক্যাপাসিটর সাধারণত ০২ প্রকারঃ                       
. পরিবর্তনশীল (Variable)
. অপরিবর্তনশীল(Fixed)
রিলেঃ রিলের কাজ হল কাটআপ করা । ইহা এমন একটি ডিভাইজ যা অপারেটিং এর মাধ্যমে তাৎক্ষনিক ভাবে যে কোন সার্কিটের ভোল্টেজ এবং কারেন্টকে নিয়ন্ত্রন করে তাকে রিলে বলে ।রিলে মূলত একটি বৈদ্যুতীক সুইচ হিসাবে কাজ করে ।রিলে সাধারণত ০২ প্রকার ।
১.এসি রিলে ।
২.ডিসি রিলে ।
কার‌্যপ্রনালীঃ রিলের আর্মেচারটি যে কোন একটি পয়েন্টের সঙ্গে নরমালি কন্ট্রাক অবস্থায় থাকে ।যখন কয়েলের মধ্যে বিদ্যুৎ সরবারাহ করা হয় তখন কোরটি একটি কয়েলে পরিণত হয় এবং আর্মেচারকে আকর্ষন করে ফলে আর্মেচারটি পূর্ববর্তী কন্ট্রাক পয়েন্ট হতে বিচ্ছিন্ন হইয়া অপর একটি কন্ট্রাক পয়েন্ট এর সাথে সংযুক্ত হয় এবং কয়েলের বিদ্যুৎ প্রবাহ বন্ধ করিলে আর্মেচারটি পূর্বের অবস্থায় ফিরিয়া যায় ।
ইহা একটি ইলেকট্রো ম্যাকানিক্যাল সুইচ ।অন্য একটি সুইচ নিয়ন্ত্রন করিলে ইহা নিয়ন্ত্রিত হইতে থাকে ।প্রধান ইলেকট্রো ম্যাগনেট আর্মেচার স্প্রীং দুই বা ততোধিক আর্মেচার কন্ট্রাক পয়েন্ট এর মাধ্যমে রিলে তৈরী হয় ।আর্মেচারকে ইলেকট্রো ম্যাগনিটেকের সামনে এমন ভাবে স্থাপন করা হয় যাহাতে ইলেকট্রো ম্যাগনিটেকের আকর্ষনের ফলে কন্ট্রাক পয়েন্ট কন্ট্রাক করতে পারে ।স্প্রীং এর মাধ্যমে কন্ট্রাক পয়েন্ট বিচ্ছিন্ন করে রাখা হয় । সুইচ অন করার সাথে সাথে চুম্বকীয় পদার্থটি চুম্বক শক্তি পাওয়ার পর আর্মেচারকে আকর্ষন করে ফলে কন্ট্রাক পয়েন্ট আসিয়া কন্ট্রাক হয় ।এখানে A এবং B টার্মিনালের মাধমে বিদ্যুৎ প্রবাহ দেওয়া হয় ।

Comments

Popular posts from this blog

১৭. অনু ও পরমানু বলতে কি বুঝ ? পরমানু ভাঙ্গলে কি কি পাওয়া যায় ? পরমানুর গঠন প্রনালী অনু ও পরমানুর পার্থক্য ।

৫. ওয়াই-ফাই(Wi-Fi) কি ? সুবিধা ও অসুবিধা ।

৮. মাইক্রোওয়েভ (Microwave) প্রকারভেদ ও স্যাটেলাইট মাইক্রোওয়েভ