১২. ইঞ্জিন স্থানান্তর ও পরিবহন পদ্ধতি ।
যেহেতু ইঞ্জিন একটি ভাড়ি বস্তু এবং ইহার বহিরাংশে এমন কতগুলো যন্ত্রাংশ রহিয়াছে যাহা সামান্য আঘাত প্রাপ্ত হইলি ভাঙ্গিয়া যাইতে পারে সেহেতু একটি ইঞ্জিন এক স্থান হতে অন্য স্থানে পরিবহন কতগুলো বিষয়ের প্রতি লক্ষ রাখতে হবে ।
১. পেট্রল ট্যাঙ্ক হতে পেট্রোল বাহির করিয়া লইতে হবে ।
২. যে কোন যানবাহনে পরিবহন হোক না কেন ইঞ্জিনের নিচে একটি চটের বস্তা অথবা নরম জাতীয় কোন জিনিস দিতে হইবে যাহাতে ইঞ্জিনে জাকি লাগিয়া গুহা যেন স্থানান্তরিত হতে না পারে.
3. ইঞ্জিন উঠানোর এবং না্মানোর সময় বিশেষ ভাবে লক্ষ রাখতে হবে কোণ কিছুর সাথে যাতে আঘাত প্রাপ্ত না হয় ।
4. নৈাযানে পরিবহনের সময় ইঞ্জিনটি রশি দ্বারা ভালভাবে নৈাকার সাথে বেধে নিতে হবে ।
5. ইঞ্জিনের উপর কোণ ভাড়ি বস্তু রাখা যাবেনা ।
6. ইঞ্জিনের আশেপাশে কোণ শক্ত বস্তু রাখা যাবেনা

Comments