১৫. ইঞ্জিনের সাধারণ দোষ ত্রুটির কারণ ও প্রতিকার ।


ইঞ্জিনের দোষ ত্রুটির কারণ প্রতিকারঃ-
একটি ইঞ্জিনে সাধারোনত চার প্রকার দোষ দেখা দেয় তা নিম্নে দেওয়া হলঃ-
           সাধারণ দোষ
কারণ
প্রতিকার
1. ইঞ্জিন চালু হয় না
1. পেট্রোল না থাকলে
1. ট্যাংকি পেট্রোল দ্বারা পূর্ণ করতে হবে
2. প্রেট্রোল এর মধ্যে পানি থাকলে
2. পরীক্ষা করে পেট্রোল বদলাতে হবে
3. স্পার্কিং প্লাগ খারাপ থাকলে
3. পরীক্ষা করে পরীস্কার করতে হবে
2. ইঞ্জিন ধাক্কা দেওয়া
1. বিয়ারিং ডিলা থাকলে
1. বিয়ারিং টাইট দিতে হবে
2. ঠিকমত carburetor টিউনিং করা না হলে 
2. চেক করে পূনরাই টিউন করতে হবে
3. Ammeter current না দেখালে
1. ক্রটিপূর্ণ মিটার ব্যবহার করলে
1. মিটার পরিবর্তন করতে হবে
2. ব্যাটারী কানেকশন ঢিলা থাকলে
2. ব্যাটারী শক্তভাবে কানেকশন দিতে হবে
3. ফিউজ নষ্ট থাকলে
3. ফিউজ পরিবর্তন করতে হবে
4. জেনারেটর ভোল্টেজ না দিলে
4. কার্বন ব্রাশ ঠিকমত লাগাতে হবে
4. Engine চালু অবস্থায় বেশী গরম হলে
1. তেলের মধ্যে ময়লা থাকলে
1. পরীক্ষা করে পরিবর্তন করতে হবে
2. জ্বালানী সঠিকভাবে সরবরাহ না হলে
2. carburetor পরীক্ষা করে adjustment  ঠিক করতে হবে

Comments

Popular posts from this blog

১৭. অনু ও পরমানু বলতে কি বুঝ ? পরমানু ভাঙ্গলে কি কি পাওয়া যায় ? পরমানুর গঠন প্রনালী অনু ও পরমানুর পার্থক্য ।

৫. ওয়াই-ফাই(Wi-Fi) কি ? সুবিধা ও অসুবিধা ।

৮. মাইক্রোওয়েভ (Microwave) প্রকারভেদ ও স্যাটেলাইট মাইক্রোওয়েভ