১৫. ইঞ্জিনের সাধারণ দোষ ত্রুটির কারণ ও প্রতিকার ।
ইঞ্জিনের
দোষ ত্রুটির কারণ
ও প্রতিকারঃ-
একটি ইঞ্জিনে সাধারোনত চার প্রকার দোষ দেখা দেয় তা নিম্নে দেওয়া হলঃ-
সাধারণ দোষ
|
কারণ
|
প্রতিকার
|
1. ইঞ্জিন চালু হয় না ।
|
1. পেট্রোল না থাকলে ।
|
1. ট্যাংকি পেট্রোল দ্বারা পূর্ণ করতে হবে ।
|
2. প্রেট্রোল এর মধ্যে পানি থাকলে ।
|
2. পরীক্ষা করে পেট্রোল বদলাতে হবে ।
|
|
3. স্পার্কিং প্লাগ খারাপ থাকলে ।
|
3. পরীক্ষা করে পরীস্কার করতে হবে ।
|
|
2. ইঞ্জিন ধাক্কা দেওয়া ।
|
1. বিয়ারিং ডিলা থাকলে ।
|
1. বিয়ারিং টাইট দিতে হবে ।
|
2. ঠিকমত carburetor টিউনিং করা না হলে ।
|
2. চেক করে পূনরাই টিউন করতে হবে ।
|
|
3. Ammeter এ current না দেখালে ।
|
1. ক্রটিপূর্ণ মিটার ব্যবহার করলে ।
|
1. মিটার পরিবর্তন করতে হবে ।
|
2. ব্যাটারী কানেকশন ঢিলা থাকলে ।
|
2. ব্যাটারী শক্তভাবে কানেকশন দিতে হবে ।
|
|
3. ফিউজ নষ্ট থাকলে ।
|
3. ফিউজ পরিবর্তন করতে হবে
|
|
4. জেনারেটর ভোল্টেজ না দিলে ।
|
4. কার্বন ব্রাশ ঠিকমত লাগাতে হবে ।
|
|
4. Engine চালু অবস্থায় বেশী গরম হলে ।
|
1. তেলের মধ্যে ময়লা থাকলে ।
|
1. পরীক্ষা করে পরিবর্তন করতে হবে ।
|
2. জ্বালানী সঠিকভাবে সরবরাহ না হলে ।
|
2. carburetor পরীক্ষা করে adjustment ঠিক করতে হবে ।
|

Comments