১৪. ইঞ্জিন চালু করার পদ্বতি । How to start a engine


ইঞ্জিন চালু করার পদ্বতিঃ
1. সর্বপ্রথম ইঞ্জিন কে ভালোভাবে পরিষ্কার করতে হবে ।
2. পেট্রল ট্যাঙ্ক এর পরিমাণ মতো পেট্রোল নিতে হবে ।
3. পেট্রল ট্যাঙ্ক এর কেপ এর ছিদ্র বন্ধ হইয়া থাকিলে চিকন তার দ্বারা পরিষ্কার করিয়া লইতে হবে ।
4. পেট্রল ট্যাঙ্ক এর কেপ ভালো ভাবে লাগাতে হবে ।
5. মবিল ট্যাংকে পরিমাণ মতো মবিল আছে কি না দেখে নিতে হইবে ।
6. পেট্রোল স্টাফ ভাল্ব খুলিয়ে দিতে হবে ।
7. অন অফ সুইচ অন করিয়া ইঞ্জিন স্টার্ট দিতে হবে ।
8. ইঞ্জিন চালু অবস্থায় কোন অবস্থায় খোলা আগুন বা প্রদীপ নিকট আনা যাবে না যদি আলোর প্রয়োজন হয় তবে টসলাইট বা হারিকেন ব্যাবহার করিতে হইবে ।
9. ইঞ্জিন চালু অবস্থায় পেট্রোল ট্রাকে পেট্রোল ঢালা যাবে না ।
10. পেট্রলে কোন প্রকার ময়লা থাকিলে তাহা পরিষ্কার কাপড় দ্বারা পরিস্কার করতে হবে ।
11. মাঝেমধ্যে মবিল পরীক্ষা করিয়া দেখিতে হইবে যদি মবিল কাজের অনউপযোগী হয়ে যায় পরিবর্তন করতে হবে ।
12. তবে 24 ঘন্টা ইঞ্জিন চলার পর মবিল পরীক্ষা করিয়া প্রয়োজনে মবিল পরিবর্তন করতে হবে ।
13. ব্যাটারি চার্জ করা শেষ হলে ইঞ্জিন ভালোভাবে পরিষ্কার করিয়া ডাকিয়া দিতে হবে ।


Comments

Popular posts from this blog

১৭. অনু ও পরমানু বলতে কি বুঝ ? পরমানু ভাঙ্গলে কি কি পাওয়া যায় ? পরমানুর গঠন প্রনালী অনু ও পরমানুর পার্থক্য ।

৫. ওয়াই-ফাই(Wi-Fi) কি ? সুবিধা ও অসুবিধা ।

৮. মাইক্রোওয়েভ (Microwave) প্রকারভেদ ও স্যাটেলাইট মাইক্রোওয়েভ