১১. ইঞ্জিন এর রক্ষণাবেক্ষন ও সাবধানতা ।
1. ইঞ্জিন সবসময় ভালোভাবে পরিষ্কার করতে হবে ।
2. ইঞ্জিন বন্ধ অবস্থায় যাতে ইঞ্জিনের
উপর কোন ধূলাবালি না পরে সে জন্য উহাকে ঢেকে রাখতে হবে ।
3. পেট্রল ট্যাঙ্ক এর কেপ এর ছিদ্র বন্ধ হইয়া থাকিলে চিকন তার দ্বারা পরিষ্কার করিয়া লইতে হবে ।
4. পেট্রল ট্যাঙ্ক এর কেপ ভালো ভাবে লাগাতে হবে ।
5. ইঞ্জিন চালু অবস্থায় কোন অবস্থায় খোলা আগুন বা প্রদীপ নিকট আনা যাবে না যদি আলোর প্রয়োজন হয় তবে টসলাইট বা হারিকেন ব্যাবহার করিতে হইবে ।
6. ইঞ্জিন চালু অবস্থায় পেট্রোল ট্রেংকে পেট্রোল ঢালা যাবে না ।
7. পেট্রলে কোন প্রকার ময়লা থাকিলে তাহা পরিষ্কার কাপড় দ্বারা পরিস্কার করতে হবে ।
৮. মাঝেমধ্যে মবিল পরীক্ষা করিয়া দেখিতে হইবে যদি মবিল কাজের অনুপযোগী হয়ে যায় পরিবর্তন করতে হবে ।
9. তবে 24 ঘন্টা ইঞ্জিন চলার পর মবিল পরীক্ষা করিয়া প্রয়োজনে মবিল পরিবর্তন করতে হবে ।
10. ব্যাটারি চার্জ করা শেষ হলে ইঞ্জিন ভালোভাবে পরিষ্কার করিয়া ডাকিয়া দিতে হবে ।

Comments