৩৮. ড্রাইসেল কাকে বলে । Whice Diesel


Diesel ড্রাইসেলঃ
ইহা একটি বিশেষ কৌশল যাহা দুইটি ভিন্ন ধরনের পদার্থ যেমন, দস্তা ও কার্বন এর ইলেক্টডকে একটি পাত্রে স্থাপন করিয়া রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বৈদ্যুতিক শক্তিতে পরিণত করে । ১৮০০ শতাব্দিতে ইহা আবিস্কার হয় ।
ড্রাইসেল একটি প্রাথমিক সেল বা ব্যাটারী যা একবার ডিসচার্জ হয়ে গেলে পূনরাই চার্জ করা যায় না। ইহাতে শুষ্ক ইলেক্টোলাইট ব্যবহার করা হয় বলে তাকে ড্রাইসেল বা শুষ্ক ব্যাটারী বলা হয় ।

Comments

Popular posts from this blog

১৭. অনু ও পরমানু বলতে কি বুঝ ? পরমানু ভাঙ্গলে কি কি পাওয়া যায় ? পরমানুর গঠন প্রনালী অনু ও পরমানুর পার্থক্য ।

৫. ওয়াই-ফাই(Wi-Fi) কি ? সুবিধা ও অসুবিধা ।

৮. মাইক্রোওয়েভ (Microwave) প্রকারভেদ ও স্যাটেলাইট মাইক্রোওয়েভ