২১. AVO মিটার কি ? বিদ্যুতীক কাজ কর্মে ইহার ব্যাবহার আলোচনা কর ।


                AVO মিটার কি ? বিদ্যুতীক কাজ কর্মে ইহার ব্যাবহার আলোচনা কর
    কারেন্ট, ভোল্ট রেজিটেন্স মাপার জন্য যে বৈদ্যুতীক যন্ত্র বা ডিভাইজ ব্যাবহার করা হয় তাকে AVO মিটার বা মাল্টিমিটার বলে যার পূর্ণ রূপ হর্লঃ

           A=Ammeter,
           V=voltmeter,
           O=ohmmeter,
1. Ammeter: এ্যামিটার হচ্ছে একটা কম রোধযুক্ত এবং এ্যাম্পিয়ার অংশাঙ্কিত মুভিং কয়েল গ্যালভানোমিটার।এর সাহায্যে কোন সার্কিটে এ্যাম্পিয়ার এককে তড়িৎ প্রবাহের মান নির্ণয় করা হয়
2. Voltmeter: ভোল্ট মিটার হচ্ছে শ্রেনী সমবায়ে বেশী মানের একটা রোধযুক্ত এবং ভোল্টেজ অংশাঙ্কিত মুভিং কয়েল গ্যালভানোমিটার ।এর সাহায্য সার্কিটের যে কোন দুটি বিন্দুর মধ্যে বিভব বৈষম্য এর ভোল্টেজ পরিমাপ করা যায়
3. Ohmmetar: যে মিটারের সাহায্যে তড়িৎ প্রবাহের রোধ বা রেজিষ্ট্যেন্স মাপা হয় তাকে ওহম মিটার বলে
 বিদ্যুতীক কাজকর্মে AVO মিটারের গুরুত্বঃ-বিদ্যুতীক কাজ কর্মে ইহার গুরুত্ব অপরসিম ।এ মিটার দ্বারা      আমরা এসি ডিসি কারেন্ট এর এ্যাম্পিয়ার,ভোল্ট রোধ পরিমাপ করতে পারি
x
x

Comments

Popular posts from this blog

১৭. অনু ও পরমানু বলতে কি বুঝ ? পরমানু ভাঙ্গলে কি কি পাওয়া যায় ? পরমানুর গঠন প্রনালী অনু ও পরমানুর পার্থক্য ।

৫. ওয়াই-ফাই(Wi-Fi) কি ? সুবিধা ও অসুবিধা ।

৮. মাইক্রোওয়েভ (Microwave) প্রকারভেদ ও স্যাটেলাইট মাইক্রোওয়েভ