৬৫. ব্যাটারীর দুষক্রুটি ও প্রতিকার ( Faults and remedies )




   একটি ব্যাটারির যে সমস্ত দোষ ত্রুটি কারণ লক্ষণ  প্রতিকার সমন্ধে নিম্নে আলোচনা করা হল।

Primary cell এর সমস্যাঃ
Local action : primary cell এর negative plate দস্তার  মধ্যে খাদ থাকার দরুন অসংখ্য   local cell এর সৃষ্টি হয় এবং শর্ট-সার্কিট দেখা দেয় একে local action বলে। এটি call এর কার্যক্ষমতা কমিয়ে দেয়
প্রতিকারঃ দস্তার plate- পারদের প্রলেপ লাগিয়ে local action দূর করা যায় পারদ এসিডের সাথে ক্রিয়া করে দস্তার পাতের দূষ দূর করতে পারি কিন্তু এতে এসিডের ক্রিয়ার কোন বাধা পায় না।
Secondary cell  এর সমস্যা :
 একটি সেকেন্ডারী সেল এ যে সমস্ত সমস্যা বা দুষক্রটি দেখা দেয় তা সাধারণত 04 ভাগে ভাগ করা হয়েছে । যেমনঃ
1. সালফেশন2. বাকলিং3. হাইড্রেশন4. শেডিং
1. সালফেশনঃ ব্যাটারির প্লেটের গায়ে গন্ধক জাতীয় পদার্থের প্রলেপ পড়াকে সালফেশন বলে এতে ব্যাটারির প্লেট এর উপরিভাগে সাদা রঙের আবরণের সৃষ্টি হয় ।এতে ব্যাটারি কারেন্ট কমে যায়
কারণঃ
1. ব্যাটারি অতিরিক্ত ডিসচার্জ করলে
2. ব্যাটারি চার্জ করার পূর্বে ডিসচার্জ করলে
3. অতি শক্তিশালী এসিড বা ইলেক্টোলাইট ব্যবহার করলে ।
প্রতিকারঃ নরমাল চার্জের এক চতুর্থাংশকারেন্ট নিয়ে আস্তে আস্তে চার্জ করলে সালফেশন দূরীভূত হয়
2. বাকলিং : ব্যাটারি প্লেট গুলো অতিরিক্ত উত্তপ্ত হয়ে বাঁকা হয়ে যাওয়াকে বাকলিং বলে ।
কারণঃ 1. ব্যাটারিকে বেশি ভোল্টেজে চার্জ করিলে
        2. ব্যাটারি কে বেশি মাত্রায় ডিসচার্জ করিলে
প্রতিকারঃ বাঁকা প্লেট গুলোকে দুইখানা কাঠের তক্তার মধ্যে রেখে মৃদু চাপ দিয়ে সুজা করে পুনরায় ব্যাটারি ধীর গতিতে চার্জ করতে  হবে ।
3. হাইড্রেশনঃ সেকেন্ডারি ব্যাটারির প্লেট এর কার্যকরী পদার্থের গায়ে এক প্রকার সাদা সীসা পড়ে হাইড্রেশন সৃষ্টি হয় এর ফলে বিদ্যুৎ চলাচল বন্ধ হয়ে যায়
কারণঃ 1. ব্যাটারিকে দীর্ঘদিন বাহিরের পানির সংস্পর্শে রাখিলে
        2. ব্যাটারীতে ইলেক্ট্রোলাইট ডালার পূর্বে নর্মাল বা সাধারণ পানি দ্বারা ধৌত করলে
প্রতিকারঃ ব্যাটারীতে নর্মাল ইলেক্ট্রোলাইট (এস জি 1250) ভরে নরমাল চার্জ রেটের ½  অংশ বা 1/3  হারে দীর্ঘ সময় চার্জ    করলে হাইড্রেশন দূর হয় সাধারণ পানি দ্বারা ব্যাটারি স্পর্শ না করলে ব্যাটারিকে দোষ থেকে মুক্ত রাখা যায় ।
4. শেডিং : ব্যাটারি প্লেট এর গায়ের কার্যকরী পদার্থগুলো খুলে সেলের তলদেশে পড়ে যায় এবং নিকটবর্তী প্লেটের সাথে লেগে ইন্টারনাল শর্ট সার্কিট সৃষ্টি করে এতে ব্যাটারির কার্যকরী ক্ষমতা কমে যায় ।
কারণঃ 1. পূর্ণ ডিসচার্জ অবস্থায় ব্যাটারিকে দীর্ঘদিন যাবত ফেলে রাখলে
        2. অর্ধ চার্জ অবস্থায় ব্যাটারি ফেলে রাখলে ।
প্রতিকারঃ এ দোষ দেখা দিলে সেলের প্লেটগুলো কে খুলে বের করে হাল্কা ইলেক্ট্রোলাইট দিয়ে ধৌত করতে হবে এবং সেলের মধ্যস্থিত তলানি বের করে ফেলতে হবে পুনরায় প্লেট গুলোকে সেলের মধ্যে ভালোভাবে বসিয়ে নতুন ইলেক্ট্রোলাইট দ্বারা পূর্ণ করে প্রাথমিক নিয়মে চার্জ দিতে হবে।

Comments

Betar Note said…
আমার বাড়ি বি,বাড়িয়া দাদা ।

Popular posts from this blog

১৭. অনু ও পরমানু বলতে কি বুঝ ? পরমানু ভাঙ্গলে কি কি পাওয়া যায় ? পরমানুর গঠন প্রনালী অনু ও পরমানুর পার্থক্য ।

৫. ওয়াই-ফাই(Wi-Fi) কি ? সুবিধা ও অসুবিধা ।

৮. মাইক্রোওয়েভ (Microwave) প্রকারভেদ ও স্যাটেলাইট মাইক্রোওয়েভ