১৭. অনু ও পরমানু বলতে কি বুঝ ? পরমানু ভাঙ্গলে কি কি পাওয়া যায় ? পরমানুর গঠন প্রনালী অনু ও পরমানুর পার্থক্য ।
অনু ( Molecules ): অনু মৌলিক বা যৌগিক পদার্থের অতি ক্ষুদ্রতম কনা । যার স্বাধীন সত্ত্বা আছে এবং যার মধ্যে ঐ পদার্থের গুনাবলী বিদ্যমান থাকে তাকে অনু বলে ।অনু রাসায়নিক বিক্রিয়ায় অংশ গ্রহন করতে পারে না ।অনুকে বিশ্লেষন করলে এক বা একাধিক পরমানু পাওয়া যায় । পরমানু ( Atom ): অনুর ক্ষুদ্রতম কনাকে পরমানু বলে ।এর স্বাধীন সত্বা নেই এবং সচরাচর রাসায়নিক বিক্রিয়ায় অংশ গ্রহন করে । এটি মাইক্রোসকোপ যন্ত্র ছাড়া খালি চোখে দেখা যায় না ।দুই বা ততোধিক পরমানুর সমন্বয়ে অনু গঠিত হয় । পরমাণু পরমানুকে বিশ্লেষন করলে ইলেক্ট্রন, প্রোটন, নিউটন পেয়ে থাকি । ১. ইলেকট্রন এটি পরমানুর একটি অতিকাষুদ্রতম কনা যা ঋনাত্বক (-) চার্জবাহী এবং পোটন এর তুলনায় ১৮০০ গুন হালকা অতি সহজে গতিবেগ প্রাপ্ত হয় তাকে ইলেকট্রন বলে । ২. প্রোটন এটি পরমানুর একটি ক্ষুদ্রতম কণা ধনাত্বক (+) চার্জবাহী এবং ইলেকট্রন এর তুলনায় ১৮০০ গুন ভাড়ি এটি পরমানুর কেন্দ্রে অবস্তান করে । ৩. নিউটন এটি পরমানুর একটি ক্ষুদ্রতম কনা এবং বিদ্যুৎ নিরপেক্ষ মূল কনিকা যার মধ্যে কোন চার্জবাহী থাকে না তাকে নিউটন বলে পরমা...
Comments