৭৪. Ohm's law (ওহম‘ল) কাকে বলে ।

Ohm`s law:কোণ পরিবাহির মধ্যে ভোল্টেজ প্রয়োগ করিলে যদি পরিবাহির উঞ্চতা ও ভৌত গুনাবলী অপরিবর্তিত থাকে তাহলে তড়িৎ প্রবাহের মাত্রা  ঐ পরিবাহির দুইটি প্রান্তের বিভব বৈষম্যের বা চাপের সমানুপাতিক এবং রোধের বাস্তানুপাতিক । অর্থাৎ ভোল্টেজ বাড়লে তড়িৎ প্রবাহ বাড়বে এবং ভোল্টেজ কমলে তড়িৎ প্রবাহ কমবে । পক্ষান্তরে, রোধ বাড়লে তড়িৎ প্রবাহ কমবে এবং রোধ কমলে তড়িৎ প্রবাহ বাড়বে।

Comments

Unknown said…
This definition is very helpful & easy methode, understand.😀

Popular posts from this blog

১৭. অনু ও পরমানু বলতে কি বুঝ ? পরমানু ভাঙ্গলে কি কি পাওয়া যায় ? পরমানুর গঠন প্রনালী অনু ও পরমানুর পার্থক্য ।

৫. ওয়াই-ফাই(Wi-Fi) কি ? সুবিধা ও অসুবিধা ।

৮. মাইক্রোওয়েভ (Microwave) প্রকারভেদ ও স্যাটেলাইট মাইক্রোওয়েভ