৪১. Molecules (অনু ) কাকে বলে ।


Molecules ( অনু ) :       
    
অনু মৌলিক বা যৌগিক পদার্থের অতি ক্ষুদ্রতম কনা । যার স্বাধীন সত্ত্বা আছে এবং যার মধ্যে ঐ পদার্থের গুনাবলী বিদ্যমান থাকে তাকে অনু বলে ।অনু রাসায়নিক বিক্রিয়ায় অংশ গ্রহন করতে পারে না।অনুকে বিশ্লেষন করলে এক বা একাধিক পরমানু পাওয়া যায় ।

Comments

Popular posts from this blog

১৭. অনু ও পরমানু বলতে কি বুঝ ? পরমানু ভাঙ্গলে কি কি পাওয়া যায় ? পরমানুর গঠন প্রনালী অনু ও পরমানুর পার্থক্য ।

৫. ওয়াই-ফাই(Wi-Fi) কি ? সুবিধা ও অসুবিধা ।

৮. মাইক্রোওয়েভ (Microwave) প্রকারভেদ ও স্যাটেলাইট মাইক্রোওয়েভ