১৮. পদার্থ (matter) কাকে বলে ? অবস্থা ও উৎপাদন ভেদে পদার্থ কত প্রকার কি কি ।
পদার্থ(Matter): যার ওজন আছে ,
আকার ও আকৃতি আছে, জায়গা দখল করে এবং বল প্রয়োগ করলে স্থানচ্যুত হয় তাকে Matter বা পদার্থ বলে
।
১.
কঠিন
পদার্থ(Solid
Matter)
২.
তরল
পদার্থ(Liquid
Matter)
৩.
বায়বীয়
পদার্থ(Gaseous
Matter)
১.
কঠিন
পদার্থ(Solid
Matter): কঠিন পদার্থের নিদিষ্ট আকার ও আয়তন আছে । স্বাভাবিক অবস্থায় এর আকার ও
আয়তনের পরিবর্তন হয় না । যেমনঃ ইট, পাথর,লোহা, কাঠ ইত্যাদী ।
২.
তরল
পদার্থ(Liquid
Matter): তরল পদার্থের আয়তন আছে । কিন্তু কোন আকার নেই ।একে যে পাত্রে রাখা হয়
সে পাত্রের আকার ধারণ করে । পদার্থের এই অবস্থাকে তরল পদার্থ বলে ।যেমনঃ পানি, তৈল,
দুধ ইত্যাদি ।
৩.
বায়বীয়
পদার্থ(Gaseous
Matter): বায়বীয় পদার্থের স্থায়ী কোণ আকার বা আয়তন নেই ।কিছু পরিমান গ্যাস একটি
ছোট পাত্রকে যে রূপ ভাবে পূর্ণ করতে পারে একটি বড় পাত্রকেও সে রূপ ভাবে পূর্ণ করতে
পারে । পদার্থের এ অবস্তাকে বায়বীয় পদার্থ বলে ।
উৎপাদন ভেদে পদার্থকে
২ ভাগে ভাগ করা হয়েছেঃ
১.
মৌলিক
পদার্থ(Element
matter)
২.
যৌগিক
পদার্থ(Compound
matter)
১.
মৌলিক
পদার্থ(Element
matter):যে বিশুদ্ব পদার্থ তার মৌলিক গুনাবলী অক্ষুন্ন রেখে রাসায়নিক বিক্রিয়ায়
অংশগ্রহন করতে পারে তাকে মৌলিক পদার্থ বলে ।যেমনঃ অক্সিজেন, হাইড্রোজেন, লোহা, রুপা
ইত্যাদী ।
২.
যৌগিক
পদার্থ(Compound
matter): যে পদার্থকে রাসায়নিক প্রক্রিয়ায় ভাঙ্গলে দুই বা ততোধিক মৌলিক পদার্থ
পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে । যেমনঃপানি, সালফিউরিক এসিড, লবন, বায়ু ইত্যাদি ।
Comments