৪৯. Local Action কাকে বলে ।
Local Action:
primary cell এর negative plate দস্তার
মধ্যে খাদ থাকার দরুন অসংখ্য local cell এর সৃষ্টি হয় এবং শর্ট-সার্কিট দেখা দেয় একে local action বলে। এটি call এর কার্যক্ষমতা কমিয়ে
দেয় ।
প্রতিকারঃ দস্তার
plate- এ পারদের
প্রলেপ লাগিয়ে
local action দূর করা যায় । পারদ এসিডের সাথে ক্রিয়া করে দস্তার পাতের
এ দূষ দূর করতে পারি । কিন্তু এতে এসিডের ক্রিয়ার কোন বাধা পায় না।

Comments