৩০. ( DEAD ZONE ) ডেড জোন কাকে বলে ।


            ডেড জোন কাকে বলে
          DEAD ZONE : ইংরেজী শব্দ যার অভিধানিক অর্থ হলমৃত অঞ্চলউক্ত স্থানে বেতার তরঙ্গ না পৌছার  কারণে Dead zone নামে অভিহিত করা হয়েছে
এন্টিনা হতে প্রথম  Electro magnetic wave বিচছুরীত হইয়া ভূমির যে স্থানে পড়ে এবং দ্বিতীয় Electro magnatic wave বিচ্ছুরীত হয়ে ভূমির যে স্থানের উপর পড়ে এই উভয় তরঙ্গের মধ্যবর্তী স্থানে যে ফাকা জায়গা থাকে তাকে Dead zone বলে Dead zone – বেতার তরঙ্গ না পৌছার কারনে বেতার যোগাযোগ সম্ভব হয় না ।এই দুই তরঙ্গের মধ্যবর্তী দুরত্বকে Skip Distance বলে সাধারণত UHF/VHF বেতার যোগাযোগের ক্ষেত্রে Dead zone সমস্যা পরিলক্ষিত হয়
চিত্র-

Comments

Popular posts from this blog

১৭. অনু ও পরমানু বলতে কি বুঝ ? পরমানু ভাঙ্গলে কি কি পাওয়া যায় ? পরমানুর গঠন প্রনালী অনু ও পরমানুর পার্থক্য ।

৫. ওয়াই-ফাই(Wi-Fi) কি ? সুবিধা ও অসুবিধা ।

৮. মাইক্রোওয়েভ (Microwave) প্রকারভেদ ও স্যাটেলাইট মাইক্রোওয়েভ