৩০. ( DEAD ZONE ) ডেড জোন কাকে বলে ।
ডেড জোন কাকে বলে
DEAD ZONE : ইংরেজী শব্দ
যার
অভিধানিক
অর্থ
হল
“ মৃত
অঞ্চল
“ উক্ত
স্থানে বেতার
তরঙ্গ
না
পৌছার কারণে
Dead zone নামে
অভিহিত
করা
হয়েছে
।
এন্টিনা
হতে
প্রথম Electro magnetic wave বিচছুরীত
হইয়া
ভূমির
যে
স্থানে
পড়ে
এবং
দ্বিতীয়
Electro magnatic wave বিচ্ছুরীত হয়ে ভূমির
যে
স্থানের
উপর
পড়ে
এই
উভয়
তরঙ্গের
মধ্যবর্তী
স্থানে
যে
ফাকা
জায়গা
থাকে
তাকে
Dead zone বলে
।
Dead zone –এ
বেতার
তরঙ্গ
না
পৌছার
কারনে
বেতার
যোগাযোগ
সম্ভব
হয়
না
।এই
দুই
তরঙ্গের
মধ্যবর্তী
দুরত্বকে
Skip Distance বলে
।
সাধারণত
UHF/VHF বেতার
যোগাযোগের
ক্ষেত্রে
Dead zone সমস্যা
পরিলক্ষিত
হয়
।

Comments