৩২. বৈদ্যুতিক সার্কিট কি ? কত প্রকার ও উপাদান সমূহ ।


বৈদ্যুতিক সার্কিট কি ? কত প্রকার ও উপাদান সমূহঃ
বিদ্যুৎ এর উৎস, পরিবাহী, নিয়ন্ত্রনযন্ত্র, ব্যবহারযন্ত্র, রক্ষণযন্ত্র সমন্বয়ে এমন একটি পথ যার মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারে তাকে বৈদ্যুতিক নেটওয়ার্ক বা সার্কিট বর্তনি বলে ।
সার্কিটের উপাদান সমূহ সংযোগের ভিত্তিতে সার্কিট তিন প্রকার ।
১. সিরিজ সার্কিট ।
২. প্যারালাল সার্কিট ।
৩. মিশ্র সার্কিট ।
বৈদ্যুতিক সার্কিটে নিম্নের ০৫ টি উপাদান থাকা আবশ্যক
১. উৎস ।যেমনঃ ব্যাটারী অথবা জেনারেটর ।
২. পরিবাহী ।যেমনঃ তামা অথবা এ্যালুমোনিয়াম তার ।
৩. নিয়ন্ত্রন যন্ত্র ।যেমনঃ সুইচ ।
৪. ব্যবহার যন্ত্র ।যেমনঃ বাতি,পাখা ।
৫. রক্ষণযন্ত্র ।যেমনঃ ফিউজ, ব্লেকার ।

Comments

Popular posts from this blog

১৭. অনু ও পরমানু বলতে কি বুঝ ? পরমানু ভাঙ্গলে কি কি পাওয়া যায় ? পরমানুর গঠন প্রনালী অনু ও পরমানুর পার্থক্য ।

৫. ওয়াই-ফাই(Wi-Fi) কি ? সুবিধা ও অসুবিধা ।

৮. মাইক্রোওয়েভ (Microwave) প্রকারভেদ ও স্যাটেলাইট মাইক্রোওয়েভ