২৯. এ্যামপ্লিফিকেশন কি প্যারালাল সার্কিট এ ক্যাপাসিটরের মাধ্যমে পাওয়ার নিয়ন্ত্রন ডায়াগ্রাম অংঙ্কন ।
এ্যামপ্লিফিকেশন কি প্যারালাল সার্কিট এ ক্যাপাসিটরের মাধ্যমে পাওয়ার নিয়ন্ত্রন ডায়াগ্রাম অংঙ্কন ।
এ্যামপ্লিফিকেশনঃ এ্যামপ্লিফায়ারের কাজকে এ্যামপ্লিফিকেশন
বলে ।এ্যামপ্লিফায়ারের এর কাজ হল দুর্বল সিগন্যালকে শক্তিশালী করা ।
ট্রানজিস্টর দ্বারা
তৈরীএ্যামপ্লিফায়ার সার্কিট যার সাহায্যে AC সিগন্যালের এ্যামপ্লিচিউডকে
বর্ধিত করে লাউড স্পীকারে দেয় তাহাই এ্যামপ্লিফায়ারের ।শব্দ তথা AC সিগন্যালের এ বিবর্ধন
হওয়াকে বলা হয় এ্যামপ্লিফিকেশন ।অপর পৃষ্টায় প্যারালাল সার্কিট অব ক্যাপাসিটরের ডায়াগ্রাম
অঙ্কন করা হল ।
·
প্যারালাল সার্কিট
অব ক্যাপাসিটরের মাধ্যমে পাওয়ার নিয়ন্ত্রনঃ
ক্যাপাসিটর প্যারাললে
যুক্ত করলে তাদের ক্যাপাসিটরের ভ্যালু বেড়ে য়ায় । যেহেতু ক্যাপাসিটরের প্লেটের ক্ষেত্রফল
তথা এরিয়া বেড়ে যায় ।এক্ষেত্রে সমস্ত ক্যাপাসিটরে মান দাড়ায় সমস্ত ক্যাপাসিটরের পৃথক
পৃথক ক্যাপাসিটেন্সের যোগফলের সমান । অর্থাৎ C= C1+C2+C3 ইত্যাদী ।
কিন্তু প্যারালালে যুক্ত
সমস্ত ক্যাপাসিটরের একত্রে ওয়ার্কিং ভোল্টেজ দাড়াবে প্যারালালে যুক্ত ক্যাপাসিটর গুলির
মধ্যে যে ক্যাপাটিরের ওয়ার্কিং ভোল্টেজ সব থেকে কম তার সমান ।ধরা যাক C1=100 v,
C2=200 v এবং C3=400v ওয়ার্কিং ভোল্টেজ যুক্ত তিনটি ক্যাপাসিটরকে প্যারালালে যুক্ত
করা হয়েছে এক্ষেত্রে যুক্ত অবস্থায় তাদের ওয়ার্কিং ভোল্টেজ দাড়াবে 100v ।

Comments