৩৭. কম্পিউটার মেমোরী কাকে বলে ।


Computer memory কম্পিউটার মেমোরীঃ
কোন কম্পিটার ব্যবস্থায় স্থায়ী বা অস্থায়ী ভাবে উপাত্ত ধারন কারী যন্ত্রাংকে কম্পিউটার মেমোরী বলা হয়। এগুলো মূলত অর্ধপরিবাহী চিপ দিয়ে তৈরী হয়ে থাকে। কম্পিটাউটার কোন কাজ সম্পাদন করার আগে অ্যাপ্লিকেশন ও উপাত্ত হার্ড ডিস্ক থেকে সিস্টেম মেমোরীতে কপি করে নেয়। কম্পিউটারে সাধারণত দুই ধরনের মেমোরী থাকে ।
১. ক্যাশ মেমোরী.
২. প্রধান মেমোরী.

Comments

Popular posts from this blog

১৭. অনু ও পরমানু বলতে কি বুঝ ? পরমানু ভাঙ্গলে কি কি পাওয়া যায় ? পরমানুর গঠন প্রনালী অনু ও পরমানুর পার্থক্য ।

৫. ওয়াই-ফাই(Wi-Fi) কি ? সুবিধা ও অসুবিধা ।

৮. মাইক্রোওয়েভ (Microwave) প্রকারভেদ ও স্যাটেলাইট মাইক্রোওয়েভ