২৫. রেডিও রিসিভারের অডিও সার্কিট অংকন করিয়া উহার ফাংশন সম্পর্কে বর্ণনা কর ।
রেডিও রিসিভারের
অডিও সার্কিট অংকন করিয়া উহার ফাংশন সম্পর্কে বর্ণনা কর ।
রিসিভারেরে অডিও
ফ্রিকোয়েন্সি এম্প্লিফায়ার এর ষ্টেজ ডিটেকটর ষ্টেজ হতে অডিও ফ্রিকোয়েন্সি সিগনাল গ্রহণ
করিয়া এম্প্লিফাই করে এবং তাহা লাউড স্পীকারে প্রেরন করে ইহাই অডিও ষ্টেজের মূল কাজ
।
অপর পৃষ্টায় একটি
চিত্র অঙ্কন করিয়া রেডিও রিসিভারের অডিও সার্কিট
এর ফাংশন বর্ণনা করা হল ।
বর্ণনাঃ ডিটেক্টর ষ্টেজে এর আউটপুট দুর্বল হয় বলিয়া
পরযায়ক্রমে একাধিক অডিও এম্প্লিফায়ার এর সাহায্যে এম্প্লিফাই করার প্রয়োজন হয় ।
এম্প্লিফারের বিবর্তন
ক্ষমতা বাড়ানোর জন্য রিসিভারের সাধারণত পুশপুল সিস্টেম দুটি ট্রানজিষ্টর ব্যবহার করা
হয় ।
ইহাতে
ডিটেক্টর
ষ্টেজ
হইতে
অডিও
সিগন্যাল
ভলিয়ম
কন্ট্রোল
R1 এর
সাহায্যে
নিয়ন্ত্রন
হইয়া
কাপলিং
ক্যাপাসিটর
এর
মধ্য
দিয়ে
ড্রাইভার
ট্রানজিষ্টর
TR1 এর
বেইজে
পৌছায়
যাহা
এম্প্লিফাই
আকারে
কালেক্টরে
পাওয়া
যায়
।
উক্ত
সিগন্যাল
ট্রন্সফরমারের
সেকেন্ডরী
ওয়ান্ডিং
এর
মধ্য
দিয়ে
TR2, TR3 এর বেইজে
প্রবাহীত
হয়
।আউটপুট
TR দ্বয়
এর
বেইজ
বয়াসিং
ভোল্টেজ deveder R7 ও R8 এর
সাহায্যে
সেকেন্ডারী
ওয়াডিং
এর
মাঝে
টেপ
দেওয়া
থাকে
।stavilization
এর
জন্য
উভয় power
TR এর
emitter কে
একত্রিত
হইবে
।একটি
কমন
রেজিষ্টর
R9 এর মাধ্যমে
ব্যাটারীর
+vcc এর
সাথে
যুক্ত
করা
হয়
।
চিত্রে R8
এর
প্যারালাল
এ
একটি
Thermistur যুক্ত
আছে
।
অন্যান্য
TR এর
কারেন্ট
এর খরচ এর তুলনায় power TR
এর
খরচ
বেশী
হয়
বলিয়া stavilizating registor গরম হয় ।রেজিষ্টরটি কার্বন রেজিষ্টর হওয়ায় গরম হইলে
উহার রেজিষ্ট্যান্স বাড়ে ফলে power
TR এর বেইজ biasirc পরিবর্তন হয় ।

Comments