২৭. আই সি বলতে কি বুঝ ? আইসি ব্যবহারের সুবিধা অসুবিধা ।
আই সি বলতে কি বুঝ
? আইসি ব্যবহারের সুবিধা অসুবিধা ।
আই সি হল সংক্ষিপ্ত
শব্দ এর পূর্ন শব্দ হল Integrated Circuit । ১৯৫৮ সালে জেমস
কেলবি আই সি আবিস্কার করেন ।ট্রানজিষ্টার, ডায়োড, ক্যাপাসিটর, রেজিষ্টার ইত্যাদি সার্কিট
কম্পোন্যান্ট কে একটি ছোট সেমিকন্ডাক্টর চিপের উপর স্থাপন করিলে যে সার্কিট পাওয়া যায়
তাকে আইসি বলে ।আইসির চিপ হচ্ছে সিলিকনের তৈরী সলিডস্টেড সেমিকন্ডাক্টর যা ডিজিটাল
ঘড়ি, কম্পিউটার, মোলাইল,ক্যালকুলেটর ইত্যাদি
তৈরীতে ব্যবহৃত হয় ।
সুবিধা সমূহঃ
১. আই সি তে কানেকশনের
সংখ্যা কম বলে ভূল হওয়ার পরিমান ও কম অর্থাৎ এর বিশ্বাসযোগ্যতা বেশী।
২. ইহা আকারে খুব
ক্ষুদ্র ।
৩. ইহা ওজনে খুব
হালকা ।
৪. আই সি তে খুব
কম পাওয়ারের প্রয়োজন হয় ।
৫. ইহা সর্বোচ্চ
তাপমাত্রায় ভাল কাজ করতে পারে ।
৬. আই সি তৈরী খরচ
কম বলে , সুলভ মূল্যে পাওয়া যায় ।
৭. একটি আই সি একাই
সম্পূর্ন সারিকটের কাজ করতে পারে ।
৮. এতে সোল্ডারিং
এর প্রয়োজন হয় না ।
৯. জটিল সার্কিট
তৈরীতে ভাল ফল পাওয়া যায় ।
অসুবিধা সমূহঃ
১. আই সির মধ্যস্থিত
কোণ কম্পোন্যান্ট নষ্ট হলে সম্পূর্ন আই সি কে পরিবর্তনের প্রয়োজন হয় ।
২. আই সি তে ৩০
pf এর বেশী ভ্যালুর
ক্যাপাসিটর ব্যবহরি করা যায় না ।
৩. হাই ভোল্টেজে
অপারেট করা যায় না ।
৪. ক্যাপাসিটর ও
রেজিস্টারের টলারেন্স করা হয় ।
৫. আই সি চিপের
মধ্যে কয়েল ও ট্রান্সফরমার ব্যবহার করা যায় না ।
৬. ১০ ওয়াট এর বেশী
পাওয়ারের আই সি এখন পরযন্ত তৈরী করা সম্ভব হয়নি ।
Comments