২৮. পুশ পুল সার্কিট অংকন করিয়া উহার ফাংশন লিখ ।
পুশ পুল সার্কিট
অংকন করিয়া উহার ফাংশন লিখ ।
বর্ণনাঃ পুশ পুল
এম্প্লিফায়ারে দুটি এম্প্লিফায়ার এমন ভাবে ব্যবহৃত হয় যে, তারা একই সিগন্যালকে একই
সঙ্গে এম্প্লিফাই করবে । এবং দুটি এম্প্লিফাই করা সিগন্যালকে একটি আউটপুট হিসাবে সরবরাহ
করবে । এই এম্প্লিফায়ারে দুটি ইনপুট ১৮০ ডিগ্রি আউট অফ ফেজে অবস্তান করে । এবং একটি
কমন লোড সরবরাহ করে যাহাতে আউটপুট সবচেয়ে বেশী সিগন্যাল কাজ করতে পারে ।
সার্কিটের সুবিধাঃ
১. এই এম্প্লিফায়ার
সার্কিটের Efficiency high সাধারণত ৭৫% যাহা class
oparating ২০ এর মত ।
২. ইহাতে high
AC output power পাওয়া যায় ।
সার্কিটের অসুবিধাঃ
১. দুটি TR ব্যবহার করতে হয়
।
২. ইহার Input এ দুইটি
সমান
এবং
বিপরীত
voltage প্রয়োজন
হয়
।এই
জন্য
Puse pull CKT এ Driver stage এর প্রয়োজন হয়
।
৩. যদি দুই
TR এর
parameter এক রকম না হয় তবে তাদের মধ্যে অসামঞ্জ্যতা এম্প্লিফিকেশন হয় ।
৪. এই সার্কিটে
distertion বেশী থাকে ।
৫. Transformer এর দাম বেশী ।

Comments