২৩. এম্পিয়ার আওয়ার ক্যাপাসিটি কি । ব্যাখ্যা কর ।
এম্পিয়ার আওয়ার ক্যাপাসিটি কি । ব্যাখ্যা কর ।
কোন ব্যাটারী বা সেল এক এ্যাম্পিয়ার কারেন্ট
গ্রহন করা হলে উক্ত ব্যাটারী বা সেল যত ঘন্টা বিদ্যুৎ সরবরাহ করতে পারে তাহাই ঐ ব্যাটারী
বা সেলের এ্যাম্পিয়ার আওয়ার ক্যাপাসিটি বলে ।
একটি পূর্ণ চার্জ ব্যাটারী একটি নিদিষ্ট
এ্যাম্পিয়ারে এবং একটি নিদিষ্ট সময়ে ডিসচার্জ হয় বিধায় তার গুনফলকে ঐ ব্যাটারীর এ্যাম্পিয়ার
আওয়ার ক্যাপাসিটি বা A.H.C বলে । উল্লেহ যে সেলের ক্যাপাসিটি তার পাতের
ক্ষেত্রফল বা সাইজ এবং তাদের প্রস্তুতের কারিগরি নৈপূণ্যের উপর নির্ভরশীল।
উদাহরন সরূপ একটি ব্যাটারীকে পূর্ন চার্জ
থেকে ডিসচার্জ করানোর জন্য বসানো হয়েছে ।
তারিখ
|
সময়
|
এ্যাম্পিয়ার
|
S G
|
Volt
|
20/09/2018
|
10:00 pm
|
05
|
1250
|
13.8
|
21/09/2018
|
08:00 pm
|
05
|
1100
|
10.8
|
অতএব আমড়া এখানে সময় পাচ্ছি মোট-২২ ঘন্টা
।
সূত্র অনুসারে ক্যাপাসিটি = সময় x এ্যাম্পিয়ার
বা ক্যাপাসিটি = ২২ x ৫
ক্যাপাসিটি = ১১০
সুতরাং ব্যাটারীর ক্যাপাসিটি ১১০ ঘন্টা ।
আমড়া জানি,
একটি ব্যাটারী পূর্ন চার্জ অবস্থায় ১৩.৮
ভোল্ট থাকে ।উহার আপেক্ষিক গুরুত্ব থাকে S G -১২৫০ এবং প্রত্যক সেলের চার্জ থাকে ২.৩
ভোল্ট । বর্তমানে টেলিকম সংস্থায় ১২ ভোল্ট ১৯ প্লেট ব্যাটারী ব্যবহার করা হয় যা সাধারণত
১২০ ও ৮০ এ্যাম্পিয়ার হয়ে থাকে ।

Comments