৩৫. বিদ্যুৎ কি ও কত প্রকার ।
বিদ্যুৎঃ
বিদ্যুৎ এমন এক অদৃশ্য শক্তি যা আলো, শব্দ, গতি
ও রূপান্তিরীত শক্তি ইত্যাদি উৎপন্ন করে বিভিন্ন বাস্তব কাজ সমাধা করে ।
১. স্থির বিদ্যুৎঃ
যে বিদ্যুৎ উপন্ন হওয়ার পর স্থান পরিবর্তন করতে পারে না, তাকে স্থির বিদ্যুৎ বলে ।
২. চল বিদ্যুৎঃ যে
বিদ্যুৎ উৎপন্ন হওয়ার পর থেকে চলমান থাকে তাকে চল বিদ্যুৎ বলে ।

Comments