৮১. Volt (ভোল্ট) কাকে বলে ।


Volt (ভোল্ট) :
 বিদ্যুতিক চার্জ জমা হওয়ার জন্য কোন এক বিন্দুতে যে পরিমান চাপের সৃষ্টি হয় তাকে ভোল্ট বা ভোল্টেজ বলে ।
ইলেকট্রিক্যাল প্রেসার বা চাপ মাপার একক হচ্ছে ভোল্ট বা ভোল্টেজ ।
ওহমস‘ল অনুসারে
V=I×R
I= Current/ampere
R=Resistance

Comments

Popular posts from this blog

১৭. অনু ও পরমানু বলতে কি বুঝ ? পরমানু ভাঙ্গলে কি কি পাওয়া যায় ? পরমানুর গঠন প্রনালী অনু ও পরমানুর পার্থক্য ।

৫. ওয়াই-ফাই(Wi-Fi) কি ? সুবিধা ও অসুবিধা ।

৮. মাইক্রোওয়েভ (Microwave) প্রকারভেদ ও স্যাটেলাইট মাইক্রোওয়েভ