৮২. ব্যাটারী চার্জ ( Type of charge )
ব্যাটারি চার্জ সাধারণত 4 প্রকার তা নিম্নে আলোচনা করা হলঃ-
1.
Initial charge.
২.
Normal charge.
৩.
Floating charge.
৪.
Trickling charge.
1. Initial charge: একটি নতুন ব্যাটারি ইলেক্ট্রোলাইট দ্বারা পূর্ণ করার পর 12 ঘন্টা ওই অবস্থায় রেখে দিতে হবে ।কারণ ব্যাটারির সমস্ত প্লেট গুলো যাতে ভালোভাবে ইলেক্ট্রোলাইট দ্বারা সিক্ত হতে পারে । এরপর ব্যাটারিকে নর্মাল
চার্জিং রেটের 1/4 রেটে চার্জ করতে হয় । ব্যাটারির ইলেকট্রোলাইট এর আপেক্ষিক গুরুত্ব
(1250- 1270) হলে এবং টার্মিনাল ভোল্টেজ 2.2 ভোল্টেজ হলে তখন ব্যাটারি পূর্ণ
চার্জ হয় ।
এরপর ব্যাটারিকে চার্জবোর্ড হতে অপসারণ করে কিছু সময়ের পর পুনরায় ডিসচার্জ করতে হবে। অতঃপর নরমাল চার্জ অনুযায়ী পুনরায়
উক্ত ব্যাটারিকে চার্জ করতে হবে ।
2. Normal charge: প্রাথমিক চার্জ এরপর ব্যাটারিকে ডিসচার্জ করে সাধারণ চার্জ অনুযায়ী পুনরায় চার্জ করতে হয় তাকেই Normal charge বলা হয় । নর্মাল চার্জিং রেটঃ ব্যাটারি ক্যাপাসিটিকে 10 দিয়ে ভাগ করে যে ফল পাওয়া যায় সেই সংখ্যাকে নর্মাল চার্জিং রেট বলে যেমনঃ AHC= 120 ö 10
= 12 এম্পিয়ার নর্মাল চার্জিং রেট ।
3. Floating charge: কোন ব্যাটারিকে একই সাথে চার্জ এবং ডিসচার্জ করা হলে তাকে Floating charge বা ভাসমান চার্জ বলা হয় । যেমনঃ মার্কুনী VHF সেট এ ব্যবহৃত 27 প্লেট লিড এসিড একুমুলেটর ।
4. Trickling charge: যদি কোন ব্যাটারিকে একবার নর্মাল চার্জ করার পর 15 দিন বা তার বেশি সময় ব্যবহার না করে রাখা হয়।সেই ব্যাটারিকে প্রতি 15 দিন অন্তর অন্তর নর্মাল চার্জিং রেটে এক ঘন্টা চার্জ করে রাখতে হয় এরূপ চার্জকে Trickling charge বলে ।

Comments