৭৭. Solar cell কাকে বলে ।


Solar cell: সোলার সেল এমন একটি ডিভাইজ যা সূর্যের আলোক শক্তিকে আলোক-বিভব ক্রিয়া( photo voltaic effect ) এর মাধ্যমে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে
সোলার সেল একটি পি এন জংশন যা সৌর শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করতে পারে ।সোলার সের এর আরেকটি নাম হল সোলার এনার্জি কনভার্টার

সোলার সেলের গঠনঃ সোলার সেলে এনার্জি কনভার্টার হিসাবে যে সকল ডিভাইজ কাজ করে তাদের তলানি বৃহত আকৃতির হয় ।সোলার প্যানেলে যে পি টাইপ ব্যবহার করা হয় তার ম্যাটারীয়াল খুব পাতলা হয় যাহাতে আলোক রশ্নি সহজে জংশনে আগাত করতে পারে ।মেটারীয়ালের চতুর্দিকে যে নিকেল প্লেট যুক্ত রিংটি থাকে তা পজিটিভ আউটপুট হিসাবে কাজ করে । অন্য দিকে এর পার্শ্বে যে এন টাইপের মেটারীয়াল থাকে তা নেগেটিভ আউটপুট হিসাবে কাজ করে ।

Comments

Popular posts from this blog

১৭. অনু ও পরমানু বলতে কি বুঝ ? পরমানু ভাঙ্গলে কি কি পাওয়া যায় ? পরমানুর গঠন প্রনালী অনু ও পরমানুর পার্থক্য ।

৫. ওয়াই-ফাই(Wi-Fi) কি ? সুবিধা ও অসুবিধা ।

৮. মাইক্রোওয়েভ (Microwave) প্রকারভেদ ও স্যাটেলাইট মাইক্রোওয়েভ