৬৭. রিপিটার ও ডুপ্লেক্সার ( Repetar & Duplexer )



    রিপিটারঃ
রিপিটার
রিপিটার একটি ফ্রিক্সড বেতার যন্ত্র ।যে ডিভাইজ একই ফ্রিকোয়েন্সির কোন দুর্বল signal কে গ্রহন করে অধিকতর শক্তিশালী signal রুপান্তর করিয়া গ্রহনকারী বেতারযন্ত্রে পৌছাইয়া দেয় তাকে রিপিটার বলে




  









   
 রিপিটারের-সুবিধা/গুরুত্ব/প্রয়োজনীতাঃ-যোগাযোগেরক্ষেত্রে-রিপিটারএরগুরুত্ব অপরিসীম প্রথমত, walkie-talkie বেতার যন্ত্রের আউটপুট কোনক্রমে 4/5 ওয়াট এর বেশি TX করা সম্ভব হয় না এই কম ওয়াট বা কম আউটপুট দ্বারা দূর-দূরান্তে যোগাযোগ করা সম্ভব নয় তাছাড়া সুউচ্চ অট্টালিকা এবং গ্যাঁড়া শহর অঞ্চলে  বিভিন্ন উচ্চ শক্তি সম্পন্ন ট্রান্সমিটারের কারণে সিগন্যাল বিলীন হয়ে যায় ফলে বেতার যন্ত্রের সিগন্যাল অন্য বেতারযন্ত্রে যাইতে পারে না কিন্তু রিপিটার ব্যবহারের মাধ্যমে আমরা সেই সমস্যা দূর করতে পারি দ্বিতীয়ত, Repetar মাধ্যমে আমরা কম আউটপুট অথবা দুর্বল সিগন্যালকে গ্রহণ করিয়া 100 ওয়াট পর্যন্ত TX করতে পারি ফলে সিগন্যাল বিলীন হওয়ার কোনো সম্ভাবনা থাকে না ওয়াকি টকি বেতার যন্ত্রের মাধ্যমে আমরা Receive/Transmit দুই- করিয়া থাকি কিন্তু সু-উচ্চ এন্টেনা ব্যবহার করিতে পারিনা আর রিপিটার ব্যবহার করে একটি মাত্র সু-উচ্চ এন্টেনা দ্বারা সেই সমস্যা সমাধান করিতে পারি এবং দূর-দূরান্তে একটি ওয়াকিটকি সেট হতে Repetar চ্যানেলের মাধ্যমে Fixed set যোগাযোগ করতে পারি
·       রিপিটার ও ডুপ্লেক্সার ব্লক ডায়াগ্রাম 



·      রিপিটারের কার‌্যপ্রনালীঃ
1. Antenna : antenna এর মাধ্যমে দুর্বল signal-কে গ্রহন করিয়া ফিডার ক্যাবল এর        মাধ্যমে Doplexer- প্রেরণ করা হয়
2. Doplexer : antenna  হতে দুর্বল signal-কে গ্রহন করিয়া প্রয়োজনমত ফিল্টারিং করে RX Stage- প্রেরণ করা হয়
3. RX Stage :RX stage signal- কে এম্পিফ্লাই করে control প্রেরন করে
4. Control Stage : control stage দুর্বল signal-কে কনভার্ট করে TX stage- প্রেরনকরে।
5.    TX Stage : TX stage  এর মূল কাজ হল নির্ধারীত Frequency signal- কে এম্পিফ্লাই করে 1 ওয়াট থেকে বৃদ্বি করে 100 ওয়াটে রূপান্তর করিয়া Doplexer- প্রেরন করা
6.     PSU Stage : Power supply unit stage এর কাজ হল সকল stage প্রয়োজনীয় নির্ধারীত ধারাবাহীক ভাবে বিদ্যুৎ সরবরাহ করা
·       ডুপ্লেক্সারের কার‌্যপ্রনালীঃ
.Mixer stage:এন্টিনার ফিডার ক্যাবল এর মাধ্যমে দুর্বল সিগন্যাল প্রয়োজন মত ফিল্টারিং করে
২.RX Stage প্রেরণ করে ।এবং পরবর্তীতে TX Stage হতে সিগন্যাল গ্রহন করিয়া RX  
৩.TX সমন্বয় সাধন করিয়া দুটি এন্টিনার কাজ একটি এন্টেনার মাধ্যমে সম্পন্ন করে
.RX Stage: দুর্বল সিগন্যাল কে রিপিটারে প্রেরণ করে
.TX Stage: রিপিটার হতে সিগন্যাল গ্রহন করিয়া Mixer stage প্রেরণ করে

Comments

Popular posts from this blog

১৭. অনু ও পরমানু বলতে কি বুঝ ? পরমানু ভাঙ্গলে কি কি পাওয়া যায় ? পরমানুর গঠন প্রনালী অনু ও পরমানুর পার্থক্য ।

৫. ওয়াই-ফাই(Wi-Fi) কি ? সুবিধা ও অসুবিধা ।

৮. মাইক্রোওয়েভ (Microwave) প্রকারভেদ ও স্যাটেলাইট মাইক্রোওয়েভ