৯৫. Power কাকে বলে ।


Power :
   পরিবাহীর ভিতর দিয়ে ইলেকট্রন প্রবাহিত করণের কাজের মাত্রাকে পাওয়ার বা ক্ষমতা বলে ।অর্থাৎ সেকেন্ডে ইলেকট্রন প্রবাহিত করণের কাজের পরিমানকে পাওয়ার বা ক্ষমতা বলে । বৈদ্যুতিক ক্ষমতা পরিমাপের এককে ওয়াট বলে ।ক্ষমতাকে ইংরেজী অক্ষর P দ্বারা প্রকাশ করা হয় ১০০০ ওয়াট = ইউনিট

Comments

Popular posts from this blog

১৭. অনু ও পরমানু বলতে কি বুঝ ? পরমানু ভাঙ্গলে কি কি পাওয়া যায় ? পরমানুর গঠন প্রনালী অনু ও পরমানুর পার্থক্য ।

৫. ওয়াই-ফাই(Wi-Fi) কি ? সুবিধা ও অসুবিধা ।

৮. মাইক্রোওয়েভ (Microwave) প্রকারভেদ ও স্যাটেলাইট মাইক্রোওয়েভ