৬০. NC প্যাক ব্যাটারী চার্জ করার নিয়মাবলী ( charge of NC pack battery )
ওয়াকিটকি NC Pack ব্যাটারি চার্জ করার নিয়মবলিঃ-
১. নতুন ব্যাটারী ব্যবহারের
পূর্বে অবশ্যই প্রস্তুতকারী কোম্পানীর নির্দেশনা মোতাবেক প্রাথমিক (ইনিশিয়াল) চার্জ
দিতে হবে সম্পূর্ণ চার্জ না দিয়ে ব্যাটারি ব্যবহার করা যাবে না ।
২. NI-MH/NC ব্যাটারির ক্ষেত্রে ব্যাটারি সম্পূর্ণ ডিসচার্জ
করাই উত্তম এতে ব্যাটারির দীর্ঘস্থায়িত্ব এবং সর্বোত্তম সেবা লাভ করা সম্ভব ।
৩. যখন তখন ব্যাটারি
একটু একটু চার্জ করা অথবা অতিরিক্ত সময় চার্জ করা উচিত নয় একটু একটু করে চার্জ করলে
ব্যাটারির লাইফ টাইম কমে যাবে । এমনকি এতে আপনার ব্যাটারি সম্পূর্ণ খারাপ ও ড্যামেজ
হয়ে যেতে পারে ।
৪. সপ্তাহে অন্তত 1 থেকে 2 বার ব্যাটারী চার্জ করার পূর্বে ব্যাটারিকে অবশ্যই
সম্পূর্ণ ডিসচার্জ করতে হবে ।
৫. ব্যাটারি খোলার আগে
অবশ্যই সেটের পাওয়ার সুইচ অফ করে নিতে হবে ।

Comments