৬১. NC প্যাক ও Lead acid accumulator ব্যাটারি স্থায়ীত্ব বৃদ্বি করার উপায় ।
NC প্যাক ব্যাটারী স্থায়ীত্ব বৃদ্বিঃ
১. ব্যাটারী ব্যবহারের
পূর্বে কোম্পানীর নির্দেশনা মোতাবেক ইনেশিয়াল চার্জ করে ব্যাটারী ব্যবহার করতে হবে
।
২. ব্যাটারী সম্পূর্ন নিঃশেষিত (ডিসচার্জ)
করে ব্যবহার করা উত্তম এতে সর্বোত্তম সেবা লাভ করা সম্ভব ।
৩. সপ্তাহে অন্ততঃ পক্ষে এক থেকে
দুইবার চার্জের পূর্বে ব্যাটারীকে সম্পূর্ন ডিসচার্জ করতে হবে ।
৪. যখন তখন ব্যাটারীকে একটু একটু
চার্জ করা যাবে না ।
৫. ব্যাটারী খোলার আগে অবশ্যয় ব্যাটারীর
পাওয়ার সুইচ অফ করে ব্যাটারী খুলতে হবে ।
৬. বেতারযন্ত্র চালু অবস্থায় চার্জে
বসানো যাবে না ।
৭. অতিরিক্ত সময় চার্জ করা যাবে না
।
৮. ব্যবহার কারীকে চার্জ এবং ডিসচার্জ
সম্পর্কে অবগত থাকতে হবে ।
৯. অতিরিক্ত ভোল্টেজে ব্যাটারীকে
চার্জ করা যাবে না ।
১০. অতি মাত্রায় ব্যাটারীকে ডিসচার্জ
করা যাবে না ।
হেবি ডিউটি ব্যাটারি স্থায়ীত্ব বৃদ্বি করার
উপায় ।
১. ব্যাটারি প্রতিদিন
পরিষ্কার করতে হবে ।
২. ব্যাটারির যাতে কোন প্রকার ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে ।
৩. ব্যাটারি টার্মিনালে
পাতলা ভাবে গ্রিজ দিয়ে রাখতে হবে ।
৪. ব্যাটারির ওপরে যাতে
কোন প্রকার ময়লা না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে ।
৫. ব্যাটারির ওপরে কোন প্রকার আগুন বা দাহ্য পদার্থ রাখা যাবে না ।
৬. ব্যাটারির ওপরে কোন
ধাতব দন্ড রাখা যাবে না ।
৭. ব্যাটারি একস্থান
থেকে অন্য স্থানে স্থানান্তরের সময় অতি সাবধানতার সাথে বহন করতে হবে।
৮. ব্যাটারি ডিসচার্জ
হলে আবার পূর্ণ চার্জ করতে হবে ।
৯. অতিরিক্ত ভোল্টেজে
চার্জ করা যাবে না ।
১০.অতিমাত্রায় ডিসচার্জ
করা যাবে না ।
১১.সব সময় মনে রাখতে হবে এটি একটি মূল্যবান সরকারি সম্পত্তি সকল ব্যবহারকারী
নিজ দায়িত্বে এর-রক্ষণাবেক্ষণ নিশ্চিত করবে
।
১২.দুটি ব্যাটারীর মধ্যে
মিনিমাম ১ ইঞ্চি ফাকা রাখতে হবে ।

Comments