৬৩. ব্যাটারী রক্ষণাবেক্ষন ( Maintenance of a Battery )


·       হেবি ডিউটি ব্যাটারি রক্ষণাবেক্ষণঃ-
১. ব্যাটারি প্রতিদিন পরিষ্কার করতে হবে ।
২. ব্যাটারির যাতে কোন প্রকার ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে ।
৩. ব্যাটারির টার্মিনালে পাতলা ভাবে গ্রীজ দিয়ে রাখতে হবে ।
৪. ব্যাটারির উপর যাতে কোন প্রকার ময়লা না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে ।
৫. ব্যাটারির ওপরে কোন প্রকার আগুন বা দাহ্য পদার্থ রাখা যাবে না ।
৬. ব্যাটারির প্রত্যেকটি শেল ও প্লেট এর উপর এক ইঞ্চির চারভাগের একভাগ ইলেক্ট্রোলাইট আছে কিনা দেখতে হবে যদি না থাকে তবে বিশুদ্ধ পানি দ্বারা পূরণ করতে হবে কোন প্রকার নরমাল পানি ব্যবহার করা যাবে না ।
৭. ব্যাটারির ভ্যান্ট ফ্লাগ গুলি সঠিকভাবে আটকাতে হবে ।
৮. ব্যাটারির উপর কোন প্রকার ধাতব দন্ড রাখা যাবে না ।
৯. ব্যাটারি একস্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের সময় অতি সাবধানতার সাথে বহন করতে হবে ।
১০.ব্যাটারির চার্জ 90% শেষ হলে আবার পূর্ণ চার্জ করতে হবে অর্থাৎ মিনিমাম 10% চার্জ থাকতেই ব্যাটারি চার্জ করা উত্তম ইহা তে ব্যাটারির স্থায়িত্ব বৃদ্ধি পায় ।
১১. কমপক্ষে সপ্তাহে একবার হাইড্রোমিটার দ্বারা ব্যাটারির sg অর্থাৎ আপেক্ষিক গুরুত্ব পরীক্ষা করতে হবে চার্জ অবস্থায় এর মান SG-১২৫০ ।
১২.প্লেট এর সেপারেটর কখনো শুকাতে দেওয়া যাবে না ।
১৩.অতিরিক্ত ভোল্টেজ বা কারেন্ট দ্বারা চার্জ বা ডিসচার্জ করা যাবে না ।
১৪.ব্যাটারী রক্ষনাবেক্ষন কার্ড ব্যাবহার করতে হবে এবং প্রতি ০২ ঘন্টা অন্তর অন্তর ব্যাটারীর sg পরীক্ষা করে উল্লেহ-করতে-হবে।
১৫. দুটি ব্যাটারীর মধ্যে মিনিমাম ১ ইঞ্চি ফাকা রাখতে হবে ।

Comments

Popular posts from this blog

১৭. অনু ও পরমানু বলতে কি বুঝ ? পরমানু ভাঙ্গলে কি কি পাওয়া যায় ? পরমানুর গঠন প্রনালী অনু ও পরমানুর পার্থক্য ।

৫. ওয়াই-ফাই(Wi-Fi) কি ? সুবিধা ও অসুবিধা ।

৮. মাইক্রোওয়েভ (Microwave) প্রকারভেদ ও স্যাটেলাইট মাইক্রোওয়েভ