৮৬. Lead acid accumulator কি ? ইহা তৈরীতে কি কি সরঞ্জামাদী প্রয়োজন ও বর্ণনা কর ।


       Lead acid accumulator কি ? ইহা তৈরীতে কি কি সরঞ্জামাদী প্রয়োজন ও বর্ণনা কর ।
পুলিশ টেলিকম সংস্থায় বেতারযন্ত্র পরিচালনার জন্য যে 12 ভোল্ট ব্যাটারি ব্যবহার করা হয় তাকে lead acid accumulator . বলে এই ব্যাটারি মোট ছয়টি সেল এর সমন্বয়ে গঠিত প্রতিটি ছেলে এক সেট পজিটিভ প্লেট এবং এক সেট নেগেটিভ প্লেট রয়েছে প্লেটগুলো ইলেক্ট্রোলাইট এর মধ্যে ডুবানো থাকে প্রতিটি পজিটিভ ব্লাড এবং নেগেটিভ প্লেট রাখার জন্য এদের মধ্যে একটি অপরিবাহী পদার্থের সেপারেটর ব্যবহার করা হয় এই ব্যাটারি উপরিভাগে একটি সেল আর একটি ছেলের সাথে সংযোগ সাধনের জন্য সেল কানেক্টর ব্যবহার করা হয়ে থাকে ব্যাটারি সমস্ত সেল গুলো সিরিজে বাদ ধারাবাহিক ভাবে সংযোগ দেওয়া হয় একটি সেকেন্ডারি সেল এর গঠন প্রণালী চিত্রসহ দেখানো হলো।
একটি সেকেন্ডারি সেল তৈরি করতে নিম্নলিখি- সরঞ্জামাদি প্রয়োজনঃ

1. একটি প্লাস্টিক কন্টেইনার বিদেশি
2. এক সেট পজিটিভ প্লেট
3. এক সেট নেগেটিভ প্লেট
4. অপরিবাহী পদার্থের তৈরি কিছু সংখ্যক সেপারেটর যা পজিটিভ এবং নেগেটিভ প্লেট
5. পরিমাণ মতো ইলেক্টোলাইট এর প্রয়োজন হয়
6. প্লাস্টিক কক এর প্রয়োজন যা দ্বারা ব্যাটারি ছেলের মুখ বন্ধ করে রাখা হয়
ব্যাটারিতে ব্যবহৃত সরঞ্জামাদির বর্ণনাঃ-
. Gird: প্লেট গুলোকে সুষ্টভাবে কাজ করতে সাহায্য করে ।ইহা সংমিশ্রনে তৈরী নরম লীডকে কঠিন এবং মরিচা দুর করার জন্য সাহায্য করে ।
. Positive plate: লিড পার অক্সাইড নামক পদার্থ দ্বারা তৈরী ।
. Negative plate: নরম এবং ছিদ্রযুক্ত লিড দ্বারা তৈরী যার মাধ্যমে ইলেকট্রোইট সহজে ভেদ করতে পারে ।
. Seperator: এটি পজিটিভ এবং নেগেটিভ প্লেট কে আলাদা করার জন্য ব্যবহার করা হয় ।ইহা সুক্ষ্ণ ছিদ্রযুক্ত রাবার বা প্লাষ্টিক দ্বারা তৈরী

Comments

Popular posts from this blog

১৭. অনু ও পরমানু বলতে কি বুঝ ? পরমানু ভাঙ্গলে কি কি পাওয়া যায় ? পরমানুর গঠন প্রনালী অনু ও পরমানুর পার্থক্য ।

৫. ওয়াই-ফাই(Wi-Fi) কি ? সুবিধা ও অসুবিধা ।

৮. মাইক্রোওয়েভ (Microwave) প্রকারভেদ ও স্যাটেলাইট মাইক্রোওয়েভ