৮৫. হাইড্রোমিটার ( Hydrometry )
হাইড্রোমিটারঃ-
হাইড্রোমিটার কাচের তৈরি একটি পরিমাপক যন্ত্র যার দ্বারা ইলেকট্রোলাইটের আপেক্ষিক গুরুত্ব মাপা হয়। হাইড্রোমিটার এর এক প্রান্তে এক পিস রাবার বাল্ব এবং অপর প্রান্তে এক পিস রাবার হুশ থাকে ও ইহার ভিতর একটি দাগকাটা ফ্লোট থাকে ব্যাটারির সেলের মধ্যে-প্রবেশকরে রাবারের রাবার হুশ আস্তে আস্তে চাপ দিতে হয় তারপর ধীরে ধীরে উক্ত চাপ ছেড়ে দিলে রাবার নলের মধ্য দিয়ে ইলেক্ট্রোলাইট হাইড্রোমিটার এ প্রবেশ করে ফ্লোট ইলেকট্রোলাইটে ভেসে উঠে এবং এর গায়ের দাগ কাটা অংশে কতটুকু বা কতদূর পর্যন্ত উঠে উহা পরীক্ষা করে আপেক্ষিক গুরুত্ব বা sg নির্ণয় করা হয় উপরোক্ত চিত্রে হাইড্রোমিটার দেওয়া হল

Comments