৯০. কি কারণে Frequency পরিবর্তন করা হয় । (Why change frequency )


কি কারণে Frequency পরিবর্তন করা হয়ঃ-
১.     অপ্রত্যাশিত সিগন্যাল আসিলে
২.     গোপনীয়তা রক্ষার জন্য
৩.    বেতার যোগাযোগের সুবিধার্থে
৪.     বেতারযন্ত্র পরীক্ষা নিরীক্ষা করার জন্য
৫.  কনভেনশনাল বেতার যোগাযোগের ক্ষেত্রে মাঝে মাঝে ফ্রিকোয়েন্সি পরিবর্তন করে অবাঞ্চিত যোগাযোগ প্রতিরোধ করতে হয়
৬.     কোন কোন সময় আবাহাওয়ার কারনে নেট এর সকল বেতারযন্ত্রের ফ্রিকোয়েন্সি পরিবর্তন করতে হয়
. বেতার যোগাযোগের অসন্তোষজনক অবস্থায় বা ব্যস্ততার সময় ফ্রিকোয়েন্সি পরিবর্তন করে আলাদা চ্যানেল এর মাধ্যমে যোগাযোগ স্থাপন করতে হয়
   ৮. শত্রুমুক্ত হওয়ার জন্য

Comments

Popular posts from this blog

১৭. অনু ও পরমানু বলতে কি বুঝ ? পরমানু ভাঙ্গলে কি কি পাওয়া যায় ? পরমানুর গঠন প্রনালী অনু ও পরমানুর পার্থক্য ।

৫. ওয়াই-ফাই(Wi-Fi) কি ? সুবিধা ও অসুবিধা ।

৮. মাইক্রোওয়েভ (Microwave) প্রকারভেদ ও স্যাটেলাইট মাইক্রোওয়েভ