৮৭. Frequency ( ফ্রিকোয়েন্সি ) HF, VHF, UHF এর সুবিধা ও অসুবিধা ।



Frequency: এক সেকেন্ডে উৎপাদিত Cycle  এর পরিমানকে ফ্রিকোয়েন্সি বলে। ফ্রিকোয়েন্সি এর একক কে Cycle বলে
ছোট বড় ইউনিট হিসাবে 05 এককে প্রকাশ করা যায়
1.     Cycle/Hertz/Byte
2.     Kilo Cycle =1000 Cycle .
3.    Mega Cycle =1000 kilo Cycle .
4.     Gaga Cycle = 1000 mega Cycle .
5.    Tera Cycle = 1000gega Cycle .
* জেলা, আন্তজেলা মেট্টোপলিটন এলাকার ফ্রিকোয়েন্সিঃ-

 HF = ( High Frequency )  range  3-30 mhz জেলা পরযায়ে ব্যবহৃত ফ্রিকোয়েন্সি 


2.VHF = ( Very high frequency ) range 30-300 mhz জেলার অভ্যন্তরে উক্ত ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়


3.UHF = ( Ultra high frequency ) range 300- 3000 mhz মহানগর এলাকায় উক্ত ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়
* HF ,VHF ,UHF  ফ্রিকুয়েন্সি ব্যবহারের সুবিধা অসুবিধা নিম্নে দেওয়া হল ।
 HF ফ্রিকুয়েন্সি সুবিধা সমূহঃ
1.     ফ্রিকুয়েন্সি 3 মেগাহার্জ থেকে 30 মেগাহার্জ যোগাযোগ সম্ভব
2.     ওয়েভলেন্থ অনেক বেশি বড় হয়
3.    শত শত মাইল দূরত্বে যোগাযোগ সম্ভব 
4.     সমস্ত বাংলাদেশের যোগাযোগ সম্ভব
5.    স্কাই ওয়েবে যোগাযোগ হয়
6.     অনেক উঁচুতে এন্টিনা স্থাপনের প্রয়োজন হয় না
HF ফ্রিকুয়েন্সি এর অসুবিধা সমূহঃ
1.     নয়েজ অনেক বেশি থাকে
2.     এক্ষেত্রে এন্টেনা অনেক লম্বা হতে হয়
3.    পার্শ্ববর্তী দেশে শুনতে পারে বলে ।গোপনীয়তা রক্ষা করা যায়না
VHF ফ্রিকোয়েন্সি এর সুবিধাঃ
1.     ফ্রিকোয়েন্সি 30 মেগাহার্জ থেকে 300 মেগাহার্জ পর্যন্ত যোগাযোগ সম্ভব
2.     ওয়েভলেন্থ মোটামুটি বড় থাকে
3.    বেশ কিছু দূরত্ব কভার করতে পারে
4.     ডাইরেক্ট ওয়েবে যোগাযোগ করা হয়ে থাকে

VHF ফ্রিকোয়েন্সি এর অসুবিধা সমূহঃ
1.     পাহাড়-পর্বত প্রতিবন্ধকতা বেশি
2.     মহানগরী এলাকায় ভালো যোগাযোগ হয় না
3.    শব্দে নয়েজ থাকে
4.     অনেক উঁচুতে এন্টিনা স্থাপন করতে হয়
UHF Frequency  এর সুবিধা অসুবিধাঃ-
1.     ফ্রিকুয়েন্সি 300 থেকে 3000 মেগাহার্টস যোগাযোগ হয়
2.     এক্ষেত্রে এন্টিনা ছোট হলেও যোগাযোগ হয়
3.    নয়েজ থাকে না বললেই চলে
4.     মহানগরী এলাকায় ভালো যোগাযোগ হয়
5.    গ্রাউন্ড ওয়েবে যোগাযোগ হয়ে থাকে
6.     বেশি দূরত্বে যোগাযোগ হয় না (অসুবিধা)
7.    ওয়েভলেন্থ অনেক ছোট হয় (অসুবিধা)
 HF যোগাযোগ ব্যবস্থার সুবিধা অসুবিধাঃ-
HF বেতারযন্ত্রে সাধারণত sky wave যোগাযোগ হয় বিধায় দুর-দুরান্তে শত শত মাইল দূরে যোগাযোগ সম্ভব।এইচ এফ বেতার যন্ত্রের আউটপুট পাওয়ার অনেক বেশী থাকে যার কারণে রিপিটারের সাহায্য ছাড়াই যোগাযোগ করা যায় এবং এইচ এফ ওয়েভ লেন্থ এতই বড় এবং শক্তিশালী যে সমগ্র বিশ্বে অতি সহজে যোগাযোগ সম্ভব
HF যোগাযোগের সুবিধাঃ
1.     দূর দূরান্তে যোগাযোগ সম্ভব
2.     দালান কোঠা কোন অসুবিধা হয় না
3.    এন্টিনা উচাচ স্থানে স্থাপনের প্রয়োজন হয় না
4.     পাহাড় পর্বতে প্রতিবন্ধকতা কম
5.    রিপিটারের প্রয়োজন হয় না
6.     ফ্রিকোয়েন্সি 3 মেগাহার্টস থেকে 30 মেগাহার্টস কাজ করা যায়
7.    স্কাইওয়েভে যোগাযোগ সম্ভব
8.    Wave লেন্থ বড় হয়
9.     পাওয়ার আউটপুট 100 ওয়াট 10. অপারেশনাল মুড LSB/USB
HF যোগাযোগের অসুবিধাঃ
1.     নয়েজ বিহীন যোগাযোগ সম্ভব নয়
2.     মহানগরী এলাকায় ভাল যোগাযোগ হয়না
3.    ডাইরেক্ট গ্রাউন্ড ওয়েভে যোগাযোগ হয়না
4.     এন্টেনা অনেক লম্বা প্রয়োজন হয়
5.    নয়েজ অনেক বেশী থাকে
6.     ব্লক হয়ে দীর্ঘ সময় অতিবাহীত হয়
7.    পরিস্কার শুনা যায়না

Comments

Popular posts from this blog

৫. ওয়াই-ফাই(Wi-Fi) কি ? সুবিধা ও অসুবিধা ।

১৭. অনু ও পরমানু বলতে কি বুঝ ? পরমানু ভাঙ্গলে কি কি পাওয়া যায় ? পরমানুর গঠন প্রনালী অনু ও পরমানুর পার্থক্য ।

৮. মাইক্রোওয়েভ (Microwave) প্রকারভেদ ও স্যাটেলাইট মাইক্রোওয়েভ