৮৭. Frequency ( ফ্রিকোয়েন্সি ) HF, VHF, UHF এর সুবিধা ও অসুবিধা ।
Frequency:
এক
সেকেন্ডে
উৎপাদিত
Cycle এর পরিমানকে
ফ্রিকোয়েন্সি
বলে। ফ্রিকোয়েন্সি
এর
একক
কে
Cycle বলে
।
ছোট
ও
বড়
ইউনিট
হিসাবে
05 এককে
প্রকাশ
করা
যায়
।
1.
Cycle/Hertz/Byte
2.
Kilo Cycle =1000 Cycle .
3.
Mega Cycle =1000 kilo Cycle .
4.
Gaga Cycle = 1000 mega Cycle .
5.
Tera Cycle = 1000gega Cycle .
* জেলা, আন্তজেলা ও মেট্টোপলিটন এলাকার ফ্রিকোয়েন্সিঃ-
HF = ( High Frequency ) range 3-30 mhz জেলা পরযায়ে ব্যবহৃত ফ্রিকোয়েন্সি ।
2.VHF = ( Very high frequency ) range 30-300 mhz
জেলার
অভ্যন্তরে
উক্ত
ফ্রিকোয়েন্সি
ব্যবহার
করা
হয়
।
3.UHF = ( Ultra high frequency ) range 300- 3000 mhz
মহানগর
এলাকায়
উক্ত
ফ্রিকোয়েন্সি
ব্যবহার
করা
হয়
।
* HF ,VHF ,UHF ফ্রিকুয়েন্সি ব্যবহারের সুবিধা ও অসুবিধা নিম্নে দেওয়া হল ।
HF ফ্রিকুয়েন্সি সুবিধা সমূহঃ
1.
ফ্রিকুয়েন্সি 3 মেগাহার্জ থেকে 30 মেগাহার্জ যোগাযোগ সম্ভব ।
2.
ওয়েভলেন্থ অনেক বেশি বড় হয় ।
3.
শত শত মাইল দূরত্বে যোগাযোগ সম্ভব ।
4.
সমস্ত বাংলাদেশের যোগাযোগ সম্ভব ।
5.
স্কাই ওয়েবে যোগাযোগ হয় ।
6.
অনেক উঁচুতে এন্টিনা স্থাপনের প্রয়োজন হয় না ।
HF ফ্রিকুয়েন্সি এর অসুবিধা সমূহঃ
1.
নয়েজ অনেক বেশি থাকে ।
2.
এক্ষেত্রে এন্টেনা অনেক লম্বা হতে হয় ।
3.
পার্শ্ববর্তী দেশে শুনতে পারে বলে ।গোপনীয়তা রক্ষা করা যায়না ।
VHF ফ্রিকোয়েন্সি এর সুবিধাঃ
1.
ফ্রিকোয়েন্সি 30 মেগাহার্জ থেকে 300 মেগাহার্জ পর্যন্ত যোগাযোগ সম্ভব ।
2.
ওয়েভলেন্থ মোটামুটি বড় থাকে ।
3.
বেশ কিছু দূরত্ব কভার করতে পারে ।
4.
ডাইরেক্ট ওয়েবে যোগাযোগ করা হয়ে থাকে ।
VHF ফ্রিকোয়েন্সি এর অসুবিধা সমূহঃ
1.
পাহাড়-পর্বত প্রতিবন্ধকতা বেশি ।
2.
মহানগরী এলাকায় ভালো যোগাযোগ হয় না ।
3.
শব্দে নয়েজ থাকে ।
4.
অনেক উঁচুতে এন্টিনা স্থাপন করতে হয় ।
UHF Frequency এর সুবিধা ও অসুবিধাঃ-
1.
ফ্রিকুয়েন্সি 300 থেকে 3000 মেগাহার্টস যোগাযোগ হয় ।
2.
এক্ষেত্রে এন্টিনা ছোট হলেও যোগাযোগ হয় ।
3.
নয়েজ থাকে না বললেই চলে ।
4.
মহানগরী এলাকায় ভালো যোগাযোগ হয় ।
5.
গ্রাউন্ড ওয়েবে যোগাযোগ হয়ে থাকে ।
6.
বেশি দূরত্বে যোগাযোগ হয় না ।(অসুবিধা)
7.
ওয়েভলেন্থ অনেক ছোট হয় ।(অসুবিধা)
HF যোগাযোগ
ব্যবস্থার সুবিধা ও অসুবিধাঃ-
HF
বেতারযন্ত্রে
সাধারণত
sky wave যোগাযোগ
হয়
বিধায়
দুর-দুরান্তে
শত
শত
মাইল
দূরে
যোগাযোগ
সম্ভব।এইচ
এফ
বেতার
যন্ত্রের
আউটপুট
পাওয়ার
অনেক
বেশী
থাকে
যার
কারণে
রিপিটারের
সাহায্য
ছাড়াই
যোগাযোগ
করা
যায়
।
এবং
এইচ
এফ
ওয়েভ
লেন্থ
এতই
বড়
এবং
শক্তিশালী
যে
সমগ্র
বিশ্বে
অতি
সহজে
যোগাযোগ
সম্ভব
।
HF যোগাযোগের সুবিধাঃ
1.
দূর দূরান্তে যোগাযোগ
সম্ভব
।
2.
দালান কোঠা কোন
অসুবিধা
হয়
না
।
3.
এন্টিনা উচাচ স্থানে
স্থাপনের
প্রয়োজন
হয়
না
।
4.
পাহাড় পর্বতে প্রতিবন্ধকতা
কম
।
5.
রিপিটারের প্রয়োজন হয়
না
।
6.
ফ্রিকোয়েন্সি 3 মেগাহার্টস
থেকে 30 মেগাহার্টস
এ
কাজ
করা
যায়
।
7.
স্কাইওয়েভে যোগাযোগ সম্ভব
।
8.
Wave লেন্থ বড়
হয়
।
9.
পাওয়ার আউটপুট 100 ওয়াট
।10.
অপারেশনাল
মুড
LSB/USB
HF যোগাযোগের অসুবিধাঃ
1.
নয়েজ বিহীন যোগাযোগ সম্ভব নয় ।
2.
মহানগরী এলাকায় ভাল যোগাযোগ হয়না ।
3.
ডাইরেক্ট ও গ্রাউন্ড ওয়েভে যোগাযোগ হয়না ।
4.
এন্টেনা অনেক লম্বা প্রয়োজন হয় ।
5.
নয়েজ অনেক বেশী থাকে ।
6.
ব্লক হয়ে দীর্ঘ সময় অতিবাহীত হয় ।
7.
পরিস্কার শুনা যায়না ।
Comments