৯২. Current ( তড়িৎ প্রবাহ ) কাকে বলে । type of current


Current ( তড়িৎ প্রবাহ )
   কোন পরিবাহীর মধ্যে ইলেকট্রন বা আয়নের প্রবাহ হচ্ছে Current বা তড়িৎ প্রবাহ ।একটা নিদিষ্ট দিকে বিদ্যুতিক চাপের ফলে .২৯*(১০)১৮   ইলেক্টন প্রভাহিত হয় তাহাকে কারেন্ট বলে
Current  বা তড়িৎ প্রবাহ ০৩ প্রকার
. Conductional Current .. Convectional Current .. Displacement Current .
. Conductional Current: যখন কোন ইলেকট্রন কোন ধাতব পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হয় তখন উহাকে Conductional Current বলে যেমন- তামা, লোহা, দস্তা, সোনা ইত্যাদির মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহিত হয়
. Convectional Current: যখন কোন ইলেকট্রন কোন তরল বায়বীয় বা শুন্য স্থানের মধ্য দিয়ে প্রবাহিত হয় তখন উহাকে Convectional Current বলে যেমন- পানি, হাইড্রোজেন, বাতাস, ইলেকট্রিক ভাল্ব ইত্যাদির মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহিত হয়
. Displacement Current: পরমানুর কক্ষ হতে যে কোন উপায়ে ইলেকট্রনকে স্থানচুৎ করতে পারলে যে ক্ষনস্থায়ী বিদ্যুৎ প্রবাহের সৃষ্টি হয় তাকে Displacement Current বলে ।যেমন Condense  এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়


Comments

Popular posts from this blog

১৭. অনু ও পরমানু বলতে কি বুঝ ? পরমানু ভাঙ্গলে কি কি পাওয়া যায় ? পরমানুর গঠন প্রনালী অনু ও পরমানুর পার্থক্য ।

৫. ওয়াই-ফাই(Wi-Fi) কি ? সুবিধা ও অসুবিধা ।

৮. মাইক্রোওয়েভ (Microwave) প্রকারভেদ ও স্যাটেলাইট মাইক্রোওয়েভ