৮৪. মেইনটেন্যান্স ফ্রি জেল ব্যাটারি ( Maintenance free gel battery ) ? এর রক্ষণাবেক্ষণ ।


                  Maintenance free gel battery:
যে ব্যাটারির ইলেকট্রোলাইট জেল বা পেস্ট আকারে দেওয়া থাকে এবং কোন মেইনটেন্যান্স এর প্রয়োজন হয়না-কোম্পানি কর্তৃক যেভাবে তৈরি করা হয় ঠিক সেভাবে ব্যবহার করা হয় তাকে মেইনটেন্যান্স ফ্রি জেল ব্যাটারি বলে।

রক্ষণাবেক্ষণঃ
১. ব্যাটারি প্রতিদিন পরিষ্কার করতে হবে ।
২. ব্যাটারির যাতে কোন প্রকার ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে ।
৩. ব্যাটারি টার্মিনালে পাতলা ভাবে গ্রিজ দিয়ে রাখতে হবে ।
৪. ব্যাটারির ওপরে যাতে কোন প্রকার ময়লা না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে ।
৫. ব্যাটারির ওপরে কোন প্রকার আগুন বা দাহ্য পদার্থ রাখা যাবে না ।
৬. ব্যাটারির ওপরে কোন ধাতব দন্ড রাখা যাবে না ।
৭. ব্যাটারি একস্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের সময় অতি সাবধানতার সাথে বহন করতে হবে ।
৮. ব্যাটারি ডিসচার্জ হলে আবার পূর্ণ চার্জ করতে হবে ।
৯. অতিরিক্ত ভোল্টেজে চার্জ করা যাবে না ।
১০.অতিমাত্রায় ডিসচার্জ করা যাবে না ।
১২.দুটি ব্যাটারীর মধ্যে মিনিমাম ১ ইঞ্চি ফাকা রাখতে হবে ।
১১.সব সময় মনে রাখতে হবে এটি একটি মূল্যবান সরকারি সম্পত্তি সকল ব্যবহারকারী নিজ দায়িত্বে এর-রক্ষণাবেক্ষণ নিশ্চিত করবে ।

Comments

Popular posts from this blog

১৭. অনু ও পরমানু বলতে কি বুঝ ? পরমানু ভাঙ্গলে কি কি পাওয়া যায় ? পরমানুর গঠন প্রনালী অনু ও পরমানুর পার্থক্য ।

৫. ওয়াই-ফাই(Wi-Fi) কি ? সুবিধা ও অসুবিধা ।

৮. মাইক্রোওয়েভ (Microwave) প্রকারভেদ ও স্যাটেলাইট মাইক্রোওয়েভ