৭৮. মেইনটেন্যান্স ফ্রি জেল ব্যাটারি চার্জের নিয়মাবলী ( Hoe to charging maintenance free gel battery )
মেইনটেন্যান্স ফ্রি জেল ব্যাটারি চার্জের
নিয়মাবলীঃ-
১. সর্বপ্রথম ব্যাটারিকে সমতল পরিষ্কার-পরিচ্ছন্ন আলো-বাতাস প্রবেশ করতে পারে এমন জায়গায় স্থাপন করিতে হইবে ।
২. ব্যাটারিকে ভালোভাবে পরিস্কার করিতে হবে ।
৩. ব্যাটারি চার্জারের ক্লিপ ব্যাটারি টার্মিনালে সহিত শক্তভাবে আটকাতে হবে ।
৪. পজিটিভ টার্মিনাল পজিটিভ আর নেগেটিভ টার্মিনালে নেগেটিভ লিড লাগাতে হবে ।
৫. পজিটিভ টার্মিনাল ও নেগেটিভ টার্মিনাল এর মধ্যে স্পার্ক করানো যাবে না ।
৬. ব্যাটারি চার্জে বসানোর পূর্বে Volt মিটার দ্বারা ব্যাটারীর ভোল্টেজ মেপে তার রক্ষণাবেক্ষণ কার্ডের লিপিবদ্ধ করতে হবে ।
৭.এসি চার্জার এর অন/অফ সুইচ প্রথমে অন করতে হবে তারপর ডিসি সুইচ অন করতে হবে ।
৮.সঠিক চার্জিং রেটে ব্যাটারিকে চার্জ করতে হবে ।
৯.চার্জ বা ডিসচার্জ অবস্থায় ব্যাটারিকে সূর্যের কিরণ হতে রক্ষা করিতে হইবে ।
১০.ব্যাটারি চার্জে বসানো অবস্থায় প্রতি ০২ ঘন্টা অন্তর অন্তর Volt মিটার
দ্বারা ব্যাটারীর ভোল্টেজ
মাপিতে হবে এবং ব্যাটারি কার্ডের তা লিপিবদ্ব করতে হবে ।
১১.ব্যাটারীর ভোল্টেজ ১৩.২ হলে ব্যাটারি পূর্ণ চার্জ হয়েছে বলে গণ্য হইবে ।
১২.ব্যাটারী চার্জ হয়ে গেলে প্রথমে ডিসি সুইচ অফ করতে হবে
এবং পরে এসি সুইচ অফ করতে হবে ।

Comments