৬২. হেভী ডিউটি (lead acid accomulator ) ব্যাটারী চার্জ করার নিয়মাবলী ( How to charge lead acid accumulator )
হেবি ডিউটি ব্যাটারি চার্জ করার নিয়মাবলীঃ-
একটি সেকেন্ডারি ব্যাটারিকে চার্জ করিতে হইলে নিম্নলিখিত নিয়ম মেনে চাষ করিতে হইবে
১. সর্বপ্রথম ব্যাটারিকে সমতল পরিষ্কার-পরিচ্ছন্ন আলো-বাতাস প্রবেশ করতে পারে এমন জায়গায় স্থাপন করিতে হইবে ।
২. ব্যাটারিকে ভালোভাবে পরিস্কার করিতে হবে ।
৩. ব্যাটারির ভ্যান্ট ফ্লাগ গুলো খুলে দিতে হবে ।
৪. ব্যাটারীতে পর্যাপ্ত পরিমাণ ইলেক্ট্রোলাইট আছে কিনা তা দেখতে হবে যদি ইলেক্ট্রোলাইট না থাকে তাহলে ইলেক্ট্রোলাইট দ্বারা পূর্ণ করতে হবে ।
৫. অতি শক্তিশালী ইলেক্ট্রোলাইট ব্যবহার করা যাবে না ।
৬. ব্যাটারি চার্জারের ক্লিপ ব্যাটারি টার্মিনালে সহিত শক্তভাবে আটকাতে হবে ।
৭. পজিটিভ টার্মিনাল পজিটিভ আর নেগেটিভ টার্মিনালে নেগেটিভ লিড লাগাতে হবে ।
৮. পজিটিভ টার্মিনাল ও নেগেটিভ টার্মিনাল এর মধ্যে স্পার্ক করানো যাবে না ।
৯. ব্যাটারি চার্জে বসানোর পূর্বে ব্যাটারীর sg মেপে তার রক্ষণাবেক্ষণ কার্ডের লিপিবদ্ধ করতে হবে ।
১০.এসি চার্জার এর অন অফ সুইচ প্রথমে অন করতে হবে তারপর ডিসি সুইচ অন করতে হবে ।
১১.সঠিক চার্জিং রেটে ব্যাটারিকে চার্জ করতে হবে ।
১২.চার্জ বা ডিসচার্জ অবস্থায় ব্যাটারিকে সূর্যের কিরণ হতে রক্ষা করিতে হইবে ।
১৩.ব্যাটারি চার্জে বসানো অবস্থায় প্রতি ০২ ঘন্টা অন্তর অন্তর ব্যাটারীর sg মাপিতে হবে এবং ব্যাটারি কার্ডের তা লিপিবদ্ব করতে হবে ।
১৪.ব্যাটারির sg ১২৫০ থেকে 1270 এর মধ্যে হলে ব্যাটারি পূর্ণ চার্জ হয়েছে বলে গণ্য হইবে ।
১৫.ব্যাটারী চার্জ হয়ে গেলে প্রথমে ডিসি সুইচ অফ করতে হবে
এবং পরে এসি সুইচ অফ করতে হবে ।
১৬.সর্বশেষ ব্যাটারীর লিড গুলি খুলে ব্যাটারীকে মূছে পরিস্কার
করে রাখতে হবে ।

Comments